Potato Hair Dye: রান্নাঘরের আলুতেই চুল করুন ঝকঝকে কালো, জানুন করবেনটা কী!

Potato Hair Dye: পাকা চুল নিয়ে দুশ্চিন্তা? আলু, মেহেন্দি এবং আমলকির গুঁড়ো দিয়ে ঘরে বসেই ভেষজ কায়দায় পাকা চুল কালো করুন। জানুন, কীভাবে করবেন।

Potato Hair Dye: পাকা চুল নিয়ে দুশ্চিন্তা? আলু, মেহেন্দি এবং আমলকির গুঁড়ো দিয়ে ঘরে বসেই ভেষজ কায়দায় পাকা চুল কালো করুন। জানুন, কীভাবে করবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Potato Hair Dye solution

Potato Hair Dye: আলু দিয়ে চুল কালো করার কায়দা।

Potato Hair Dye: চুল পেকে গেলে মানুষের চিন্তার শেষ থাকে না। মনে হয় বয়েসটা যেন ঝট করে কয়েকগুণ বেড়ে গেল। এই কারণে পাকা চুল কালো করতে চেষ্টার কসুর করেন না কেউই। তবে, সবসময় যে সেই সব চেষ্টা কাজে দেয়, তেমনটা কিন্তু না। এর অন্যতম কারণ হল, ভুল রেমিডির ব্যবহার। অনেকে আবার কাড়ি কাড়ি টাকা খরচা করে দোকান থেকে হেয়ার ডাই কেনেন। 

Advertisment

ফের সাদা চুল বেরিয়ে আসে

কিন্তু, তাতে বিশেষ লাভ হয় না। বাড়িতে কেউ সাহায্য করে সেই হেয়ার ডাইয়ের মাধ্যমে চুল কালো করে দেয়। অথবা, সেলুনে গেলেও কালো করে দেয় চুল। কিন্তু, ওই পর্যন্তই। তার কিছুদিনের মধ্যে যে কার সেই অবস্থা হয় চুলের। মধ্যেখান থেকে মাথার কিছু জায়গায় সাদা চুল বেরিয়ে থাকায় দেখতে খারাপ লাগে।   

আরও পড়ুন- দামি কন্ডিশনারের দরকার নেই, দই দিয়েই নিয়মিত চুল করুন পরিপাটি

Advertisment

এক্ষেত্রে আপনার সাহায্যকারী হিসেবে বড় ভূমিকা নিতে পারে আলু। বাঙালির রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবজি আলু, চুলের গোড়ায় অতিরিক্ত তেল জমা হওয়া আটকায় এবং চুলের ফলিকলে পুষ্টির শোষণকে উন্নত করে। আর, এর মাধ্যমে আলু চুলের সুস্থ বৃদ্ধি ঘটাতে এবং চুলের রং উন্নত করতে সহায়তা করে।

আরও পড়ুন- ১৮৮ বছর পর কিং কোবরার রহস্যভেদ! এক নয়, চার চারটি ভয়ংকর প্রজাতি চিহ্নিত করলেন বিজ্ঞানীরা

এই আলু ব্যবহারের অবশ্য নির্দিষ্ট কায়দা আছে। সেটা হল, প্রথমে আলুকে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার একটি প্যানে জল ফুটিয়ে তাতে আলু সেদ্ধ করে নিন। ঠান্ডা হওয়ার পর জল ছেঁকে নিন। এবার একটি লোহার প্যানে মেহেন্দি গুঁড়ো এবং শুকনো আমলকির গুঁড়ো রাখুন। আলুসেদ্ধর ছেঁকে নেওয়া জল ওই মেহেন্দি গুঁড়ো এবং শুকনো আমলকির গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে মিশ্রণটা সারারাত ঢেকে রেখে দিন।  

আরও পড়ুন- রাসায়নিক নয়, চুলে রং আনতে মেহেন্দি-চায়ের গুঁড়োই যথেষ্ট, সাদা চুল ঢাকবে সহজেই!

এবার চুলকে দুটো ভাগে ভাগ করে মিশ্রণটি চুলে লাগান। ঘণ্টা দুয়েক পরে মাথা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে মিশ্রণটি মাথায় লাগানোর আগে দেখে নিন, তা থেকে কোনও অ্যালার্জি হচ্ছে না তো? এই জন্য প্রথমে মাথার অল্প জায়গায় ওই মিশ্রণটি লাগান। কোনও অ্যালার্জি বা খারাপ প্রতিক্রিয়া না হলে নিয়মিত এইজাতীয় পণ্য ব্যবহার করুন। 

আরও পড়ুন- কারিপাতার এই মিশ্রণের সঙ্গে একচামচ তেল মিশিয়ে মাথায় লাগান, খুশকি-রুক্ষতা উধাও হবে!

hair dye potato