RRB Group D Exam Date 2025: পরীক্ষার দিন ঘোষিত, সিটি স্লিপ, অ্যাডমিট কবে আসবে জানুন!

RRB Group D Exam Date 2025: RRB Group D Exam Date 2025 ঘোষণা করেছে রেলওয়ে বোর্ড। CBT পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হবে। সিটি স্লিপ, অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ জানুন।

RRB Group D Exam Date 2025: RRB Group D Exam Date 2025 ঘোষণা করেছে রেলওয়ে বোর্ড। CBT পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হবে। সিটি স্লিপ, অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ জানুন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Indian Railway

Indian Railway: পরীক্ষার দিন ঘোষিত।

Railway Job: রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) আনুষ্ঠানিকভাবে RRB Group D Exam Date 2025 ঘোষণা করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ ডি CBT পরীক্ষা ১৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ডিসেম্বর ২০২৫-এর শেষ পর্যন্ত একাধিক শিফটে চলবে।

প্রায় ১.০৮ কোটি পরীক্ষার্থী

Advertisment

এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলওয়ের লেভেল ১ পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রায় ১.০৮ কোটি প্রার্থী এবছর পরীক্ষায় অংশ নেবেন। মোট শূন্যপদ ৩২,৪৩৮। RRB Group D CBT 2025-এ প্রার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হবে। এতে থাকছে সাধারণ বিজ্ঞান, গণিত, সাধারণ অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং।

আরও পড়ুন- ঘরেই রেস্টুরেন্টের মত স্টাইল আর স্বাদ চান? এই কায়দায় বানান চিলি চিকেন!

Advertisment

পরীক্ষার ১০ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। নির্ধারিত পরীক্ষার ৪ দিন আগে ডাউনলোড লিংক মিলবে। প্রার্থীরা রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে rrbcdg.gov.in বা নিজের RRB আঞ্চলিক ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন- মাত্র ১২ বছর বয়সে এইচএমভির রেকর্ড, বাঙালি ভোলেনি ফিরোজা বেগমকে!

প্রতিদিন CBT পরীক্ষা ৩টি শিফটে হবে— শিফট ১: সকাল ৯:০০ (রিপোর্টিং ৭:৩০ – গেট বন্ধ ৮:৩০), শিফট ২: দুপুর ১২:৪৫ (রিপোর্টিং ১১:১৫), শিফট ৩: বিকেল ৫:০০ (রিপোর্টিং ৩:৩০)। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে প্রার্থীদের সময় মেনে পরীক্ষাস্থলে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অনলাইন ফর্ম পূরণের সময় দেওয়া পছন্দ অনুযায়ী RRB পরীক্ষার শহর নির্ধারণ করা যাবে। তবে আসল কেন্দ্র ঠিকানা ও শিফট টাইমিং পাওয়া যাবে অ্যাডমিট কার্ডে। সিটি স্লিপে পরীক্ষাকেন্দ্রের শহরের তথ্য আগেভাগে জানিয়ে দেওয়া হবে, যাতে ভ্রমণের পরিকল্পনা সহজ হয়।

আরও পড়ুন- ভারতের বিরল নিজস্ব পানীয়, নাম শুনেছেন নিরা-কাঞ্জিদের, খুব স্বাস্থ্যকর!

CBT পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাক পড়বে PET পরীক্ষার জন্য। পুরুষ প্রার্থীরা ৩৫ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়তে পারবেন ২ মিনিটে। তাঁদের ১০০০ মিটার দৌড়তে ৪ মিনিট ১৫ সেকেন্ডে। মহিলা প্রার্থীদের ২০ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়তে হবে ২ মিনিটে। ১০০০ মিটার দৌড়তে হবে ৫ মিনিট ৪০ সেকেন্ডে। 

আরও পড়ুন- লাগতে পারে যে কোনও সময়, আজ কলকাতায় সোনার দর কত জেনে নিন!

RRB Group D Exam Date 2025 প্রকাশের ফলে এখন প্রার্থীদের সবচেয়ে বড় কাজ হল নিয়মিতভাবে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা এবং সময়মতো সিটি স্লিপ আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা। এই CBT পরীক্ষা কেবল প্রথম ধাপ। এরপর রয়েছে PET, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট। তাই সফল হতে চাইলে প্রস্তুতি নিতে হবে গোছানোভাবে। 

job Railway