1 December Rules Change: নভেম্বর মাস শেষ হতে আর মাত্র দিন কয়েক বাকি রয়েছে। আগামী ডিসেম্বর মাসের শুরুতেই আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল আনা হচ্ছে। LPG সিলিন্ডারের রদাম-সহ ক্রেডিট কার্ডের ব্যবহার ও টেলিকম সংস্থার মাধ্যমে আসা OTP-এর ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। সমস্যা এড়াতে আগেভাগে এব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন।
LPG-র দাম:
তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে LPG সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এর আগে গত অক্টোবর মাসে ১৬ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে আগামী ১ ডিসেম্বর থেকে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম বাড়ানো হয় কিনা এখন সেটাই দেখার।
TRAI এর নয়া নিয়ম:
আগামী ১ ডিসেম্বর থেকে SMS পাঠানোর ক্ষেত্রে এবং ফিশিং আক্রমণ প্রতিহত করতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই (TRAI)। সব বেসরকারি টেলিকম সংস্থা যেমন Jio, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এমনকী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-কেও আগামী পয়লা ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি নিয়ম গুলি কার্যকর করতে বলা হয়েছে।
আরও পড়ুন- December Bank Holidays: ডিসেম্বরে ১০ দিন ব্যাংক বন্ধ, দুর্ভোগ এড়াতে ছুটির তালিকা আগে জেনে নিন
আরও পড়ুন- Neena Gupta's Rotizza Recipe: নীনা গুপ্তার মতো আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন Rotizza, জেনে নিন সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি
SBI Credit Card-এর নিয়মে বদল
আগামী ১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ডের নিয়মেও বদল আনা হচ্ছে। ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসা সম্পর্কিত লেনদেনের জন্য SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম মানতে হবে আপনাকেও। জানা গিয়েছে, ৪৮ টি ক্রেডিট কার্ড ডিজিটাল গেমিং প্লাটফর্ম কিংবা ব্যবসায়িক লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না উপভোক্তাদের।
আরও পড়ুন- Katrina Kaif's Coconut Pancake Recipe: ক্যাটরিনার মতো নারকেল দিয়েই বানান প্যানকেক, খেতেও সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর