Advertisment

December Bank Holidays: ডিসেম্বরে ১০ দিন ব্যাংক বন্ধ, দুর্ভোগ এড়াতে ছুটির তালিকা আগে জেনে নিন

Bank Holidays In December 2024: ডিসেম্বর মাসেও বেশ কিছুদিন ব্যাংক বন্ধ থাকবে। এর আগে চলতি নভেম্বর মাসেও ১৩ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে ডিজিটাল পরিষেবা সচল থাকায় দুর্ভোগ কিছুটা হলেও কমেছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
December Bank Holidays: ডিসেম্বর মাসে ব্যাংকে ছুটির তালিকা

December Bank Holidays: প্রতীকী ছবি।

RBI Bank Holidays List for December 2024: ডিসেম্বর মাসে ১০ দিন ব্যাংক বন্ধ থাকবে। ডিসেম্বর মাসে ব্যাংকে কোনও কাজ থাকলে এই খবর আগে জেনে রাখুন। কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তা নিয়েই বিশেষ এই প্রতিবেদন। চলতি নভেম্বর মাসেও ১৩ দিন ব্যাংক বন্ধ ছিল। তবে ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সচল থাকায় গ্রাহকদের সুবিধা হয়েছে। তাই ডিসেম্বর মাসেও ১০ দিন ব্যাংক বন্ধ থাকলেও ডিজিটাল পরিষেবা মিলবে বলেই আশাবাদী গ্রাহকরা।

Advertisment

প্রত্যেক মাসেই নির্দিষ্ট কিছুদিন ব্যাংক বন্ধ থাকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) সারা বছরের ব্যাংকের ছুটির তালিকা প্রত্যেক নতুন অর্থবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে প্রকাশ করে দেয়। তাই ব্যাংকে কোনও কাজ থাকলে তার আগে ব্যাংক বন্ধের দিনগুলো জেনে নিন।

ডিসেম্বরে কোন কোন দিন ব্যাংক বন্ধ?

১ ডিসেম্বর: রবিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

৩ ডিসেম্বর: সেন্ট ফ্রান্সিস জেভিয়ারস (পানাজি)

৮ ডিসেম্বর: রবিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

১৪ ডিসেম্বর: দ্বিতীয় শনিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

১৫ ডিসেম্বর: রবিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

২২ ডিসেম্বর: রবিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

২৫ ডিসেম্বর: বড়দিন (সারা দেশে ব্যাংক বন্ধ)

আরও পড়ুন- Sandakphu: এবার আর চাইলেই সান্দাকফু যেতে পারবেন না, বদলেছে নিয়ম, ছাড়পত্র কীভাবে? জানুন বিস্তারিত

আরও পড়ুন- Geonkhali: বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক! অপূর্ব নদীপাড়ে চোখ ধাঁধানো রিসর্ট রাজ্যের, খরচও নাগালেই

২৮ ডিসেম্বর: চতুর্থ শনিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

২৯ ডিসেম্বর: রবিবার (সারা দেশে ব্যাংক বন্ধ)

৩১ ডিসেম্বর: নিউ ইয়ার্স ইভ (আইজল এবং গ্যাংটক)

আরও পড়ুন- West Bengal News Live: কয়েক হাজার কোটি টাকার প্রতারণা, ফের রাজ্যে চিটফান্ড প্রতারণা মামলায় বড়সড় গ্রেফতারি!

উপরোক্ত দিনগুলিতে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাংকিং সেবা সারা সময় চালু থাকবে বলে আশা করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য অনেক সুবিধাজনক হবে। 

আপনার কোনও ব্যাংকিং কাজ থাকলে, এই দিনগুলো মাথায় রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ রইল।

bank RBI Bank Holidays
Advertisment