Cyclone Dana: 'দানা'র দাপটে আতঙ্কের প্রহর গুনছে বাংলা। অসীম শক্তিতে এগোচ্ছে ঘূর্নিঝড়। রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের প্রকোপ বেশি। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট রয়েছে প্রশাসনও।
ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক । বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাগরদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় দানার অবস্থান। পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ৩৩০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোনও একটি জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্নিঝড় 'দানা'। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, ১৯০টি লোকাল ট্রেন বাতিল, শিয়ালদহ দক্ষিণ-হাসনাবাদ শাখায় বন্ধ পরিষেবা
ঘূর্ণিঝড় 'দানা'র ল্যান্ডফলের আগেই সতর্ক থাকুন। সম্ভাব্য বিপদ এড়িয়ে চলুন। মেনে চলুন ঘুর্ণিঝড় সংক্রান্ত সতর্কতা। 'দানা' আছড়ে পড়ার আগেই বেশ কতগুলি বিষয়ে নজর রাখুন। প্রথমত, আপনার বাড়িটি পরীক্ষা করে দেখুন যে কোনও পাথর, টালি, দরজা, জানালা আলগা আছে কিনা। যদি থাকে তাহলে অবিলম্বে মেরামত করুন। বাড়ির চারপাশের শুকনো গাছ কেটে নিন। টিনের শেডে অবশ্যই পরীক্ষা করে নিন।
বাড়ির আশেপাশে কোনো সাইন বোর্ড লাগানো থাকলে তা সরিয়ে ফেলুন। যদি জানালায় কাঁচ থাকে, তবে বাইরে থেকে একটি কাঠের তক্তা লাগান।
বাড়িতে ব্যাটারি সেল পরীক্ষা করুন, লণ্ঠনে কেরোসিন ভরে রাখুন এবং পর্যাপ্ত খাবার, জল মজুদ রাখুন। বাড়ির কাছে কোনো জরাজীর্ণ ভবন থাকলে আগেই প্রশাসনকে জানান কারণ ঘূর্ণিঝড়ের সময় এই ভবনটি ভেঙ্গে পড়তে পারে।
রাক্ষুসে শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা! বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব?
ঘরে রেডিও রাখতে ভুলবেন না, কারণ বিদ্যুৎ ছাড়া টিভি, মোবাইল, ইন্টারনেট ছাড়া কিছুই চলবে না। আপনার মোবাইল চার্জ করে রাখুন।
এমন খাবার ঘরে রাখুন, যা সহজে নষ্ট হয় না। কারণ ঘূর্ণিঝড় এলে দোকানপাট, হোটেল ইত্যাদি বন্ধ হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি বাড়িটি জরাজীর্ণ অবস্থায় থাকে তবে সেখানে থাকবেন না। অতিবৃষ্টির কারণে বাড়ির ভিতরে জল জমে যেতে পারে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিছানা, দরকারি নথি ইত্যাদি নিরাপদ স্থানে সরিয়ে নিন।
যদি জেলা প্রশাসন এলাকা খালি করার নির্দেশ জারি করে থাকে, তাহলে আপনার বাড়ি-ঘর ও দোকানপাট ছেড়ে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যান।