/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
Cyclone Dana: শিয়ালদহ ডিভিশনে ১৬০টি লোকাল ট্রেন বাতিল
Cyclone Dana Update: ঘূর্ণিঝড়় দানার প্রভাব পড়তে পারে বাংলায়। এই আশঙ্কায় সতর্ক ভারতীয় রেল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, দানার প্রভাব পড়তে এই আশঙ্কায় সতর্কতামূলক ভাবে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল।
রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের দিকে কোনও ট্রেন যাবে না। শিয়ালদহ থেকে বারাসত এবং হাসনাবাদ শাখাতেও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
দীপক নিগম বলেছেন, 'বৃহস্পতিবার রাত ৮টায় শিয়ালদহ থেকে দক্ষিণ শাখায় সমস্ত গন্তব্যের জন্য শেষ ট্রেন ছাড়বে। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। একইসঙ্গে হাসনাবাদ শাখায় বৃহস্পতিবার রাত ৮টায় শেষ ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে।'
ঘূর্ণিঝড় দানা নিয়ে আতঙ্কের জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। বুধবার বাতিল হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশ্যাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফুঁসতে শুরু করেছে সাগর। বঙ্গোপসাগরে আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে বুধবার দুপুর থেকেই কলকাতা-শহরতলিতে বৃষ্টি শুরু হয়েছে। সন্ধে থেকে শুরু হতে পারে ঝড়। হাওয়ার বেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে, দোসর হবে ব্য়াপক বৃষ্টি।
আরও পড়ুন ধেয়ে আসছে 'দানা', আতঙ্কে বাতিল ১৬০টি লোকাল ট্রেন, রাত থেকেই বন্ধ দক্ষিণ শাখার ট্রেন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার বিকেল থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন 'দানা'র আতঙ্কে কাঁপুনি সুন্দরবনবাসীর, উপকূলে মোতায়েন NDRF, চূড়ান্ত তৎপর প্রশাসন
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে পারে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে কোনও এলাকায়। এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব প়ডতে পারে বাংলায়। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের ভালোমতো প্রভাব পড়বে।।
বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, এবং দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে দুর্যোগ চলবে।