Cyclone Dana Update: রাক্ষুসে শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা! বাংলার কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব?

Cyclone Dana News Update: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই এরাজ্যের জেলায়-জেলায় প্রভাব শুরু।

Cyclone Dana News Update: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে প্রবল শক্তিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই এরাজ্যের জেলায়-জেলায় প্রভাব শুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone dana update live tracker,cyclone dana tracker live imd,cyclone dana update,Severe Cyclone,cyclone tracker, dana cyclone live,cyclone dana news

প্রতীকী ছবি।

Cyclone Dana Today Updates: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা (Cyclone) এগোচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। ঘূর্ণিঝড় দানার ব্যাপক প্রভাব পড়তে পারে বাংলাতেও। এরাজ্যের কোন জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে? এবার তা স্পষ্ট করল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

বৃহস্পতিবার ভোর রাত থেকেই ঘূর্ণিঝড় দানার প্রভাব শুরু বাংলায়। এর আগে গতকাল অর্থাৎ বুধবারেও কম-বেশি বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃহস্পতিবার বেলা যত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির প্রকোপ ততই বাড়বে। ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতা শহরে বৃহস্পতিবার বিকেল থেকেই ঝোড়ো হাওয়া ও সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘূর্ণিঝড় দানার জেরে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি বারী বৃষ্টির সতর্কতা জারি কার হয়েছে। সেই সঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে শহর কলকাতা, হাওড়া, হুগলিতেও। 

কোন জেলায় ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় উত্তাল পরিস্থিতি তৈরি হবে। সমুদ্রে এক থেকে দু'মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে। পূর্ব মেদিনীপুর জেলাতেই দুর্যোগের বেশি প্রকোপ পড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় আবহাওয়া আরও খারাপ হবে।

Advertisment

আরও পড়ুন- Cyclone Dana Live Update: আরও কমল দূরত্ব, প্রবল শক্তিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা, বিধ্বংসী ঝড় উঠবে কখন?

আরও পড়ুন- Cyclone Dana Update: আমফানের থেকেও ভয়ানক শক্তিধর দানা? ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে কী বলল আবহাওয়া দফতর?

আরও পড়ুন- Cyclone Dana Update: কাঁপুনি ধরিয়ে প্রবল শক্তিতে এগোচ্ছে দানা, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তছনছ হবে বাংলাও?

প্রবল হাওয়া বইতে শুরু করবে উপকূলের এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় ল্যান্ডফলের আগে ও পরেও এই জেলায় প্রবল ঝোড় হাওয়ার দাপট থাকবে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেো এই ঘূর্ণিঝড়ের ভালোমতো প্রভাব পড়বে।

Purba Medinipur cyclone Alipur weather Office Bengal Weather Alipore Weather Office Cyclone Dana Kolkata Weather Cyclone Dana Updates weather Bengal Weather Forecast South 24 Pgs