Sri Ramakrishna: শ্রীরামকৃষ্ণের ৫টি জীবনমন্ত্র, যেগুলো আজকের ব্যস্ত জীবনে মানসিক শান্তি এনে দেবে

Sri Ramakrishna: শ্রীরামকৃষ্ণের ৫টি জীবনমন্ত্র আজকের ব্যস্ত জীবনেও মানসিক শান্তি এনে দিতে পারে। ঠাকুরের এই বাণীগুলো আপনার জীবনকে দিতে পারে বদলে।

Sri Ramakrishna: শ্রীরামকৃষ্ণের ৫টি জীবনমন্ত্র আজকের ব্যস্ত জীবনেও মানসিক শান্তি এনে দিতে পারে। ঠাকুরের এই বাণীগুলো আপনার জীবনকে দিতে পারে বদলে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Sri Ramakrishna

Sri Ramakrishna: শ্রীরামকৃষ্ণ জীবনমন্ত্র।

Sri Ramakrishna Death: আজকের যুগে আমরা সবাই ব্যস্ত। দৌড়ঝাঁপের মধ্যে প্রতিদিন যেন আরও বেশি স্ট্রেস জমে। এই সময় যদি মনে শান্তি না থাকে, তবে সুখ-সন্তুষ্টি কিছুতেই পাওয়া যায় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল—অনেক বছর আগে শ্রীরামকৃষ্ণ পরমহংস এমন কিছু জীবনমন্ত্র দিয়ে গিয়েছিলেন, যা আজকের আধুনিক জীবনেও সমান প্রাসঙ্গিক। তাঁর প্রতিটি কথা যেন আজও নতুন করে অনুপ্রেরণা দেয়, মনকে শান্ত করে, আর জীবনে পথ দেখায়। চলুন দেখে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণের ৫টি অমূল্য বাণী, যা আপনার জীবন বদলে দিতে পারে।

১. কৃতজ্ঞতা ও ঈশ্বরভক্তি: মনের শান্তির আসল চাবিকাঠি

Advertisment

শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 'মনকে শান্ত করতে হলে, তোমার কাছে যা আছে তার জন্য ইশ্বরকে ধন্যবাদ জানাও। তাঁর সঙ্গে প্রেমের বন্ধন তৈরি কর, দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে যাবে।' আজকের দিনে আমরা যা নেই, তার জন্য কষ্ট পাই। অথচ কৃতজ্ঞতা প্রকাশ করলে মন নিজেই হালকা হয়ে যায়।

আরও পড়ুন- জন্মাষ্টমী 2025-এ এভাবে সাজান গোপালকে, দেখুন সজ্জার টিপস

২. স্বার্থহীন সেবা: জীবনের প্রকৃত আনন্দ

ঠাকুরের বাণী হল, 'যে ব্যক্তি কোনও স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তাঁর সর্বদাই মঙ্গল করেন।' ব্যস্ততার মধ্যেও যদি আমরা নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করি, তবে তার আনন্দ অন্য কিছুর সঙ্গে তুলনাহীন।

Advertisment

আরও পড়ুন- বালক গোপালকে কখন ঘুম পাড়ানো উচিত? পূজা ও উপবাসে শুভ ফল পেতে মানুন এই নিয়ম

৩. ধর্মের লড়াই নয়, মিলনের পথ

শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 'তোমার ধর্ম, আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ? যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনের কাছেই।' আজকের দিনে ধর্ম নিয়ে বিভাজন বাড়লেও, তাঁর শিক্ষা আমাদের শেখায় ঐক্যের পথ।

আরও পড়ুন- এই সময়ে জন্মাষ্টমীর পূজায় মিলবে শুভ ফল? জানুন বিস্তারিত!

৪. লোভ ত্যাগে মুক্তি

ঠাকুর বলেছিলেন, 'লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরে যাবে।' লোভ যত বাড়ে, অশান্তিও তত বাড়ে। তাই সন্তুষ্টিই হল প্রকৃত মুক্তি।

আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি

৫. সংসারের বন্ধন ও মুক্তি

শ্রীরামকৃষ্ণের গভীর বাণী হল, 'মনের যেমন বন্ধন আছে তেমন মুক্তিও আছে। সংসারে নয়, তুমি ঈশ্বরপ্রেমে নিজের চেতনাকে মুক্ত কর।' সংসারের টানাপোড়েনে ক্লান্ত হলে, তাঁর শিক্ষা আমাদের শেখায় কীভাবে ভিতর থেকে মুক্তি পেতে হয়। 

শ্রীরামকৃষ্ণ পরমহংসের এই পাঁচটি বাণী শুধু আধ্যাত্মিক শিক্ষাই নয়, আধুনিক জীবনের মানসিক স্ট্রেস কমানোর সেরা টিপসও। কৃতজ্ঞতা, নিঃস্বার্থতা, ঐক্য, সন্তুষ্টি আর ভক্তি—এই পাঁচটি বিষয়ই আজকের জীবনে শান্তির মূলমন্ত্র। ঠাকুরের প্রয়াণদিবসে এই জীবনমন্ত্রগুলো নতুন করে মনে করলে, হয়তো ব্যস্ত জীবনেও একটুখানি শান্তির ছোঁয়া মিলবে।

Death Sri Ramakrishna