Advertisment

Fixed Deposit: ফাটাফাটি সুদ! সরকারি এই ব্যাঙ্কে টাকা রাখুন, দুর্দান্ত স্কিম দিচ্ছে 'মালামাল অফার'

Fixed Deposit: রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের দারুণ এই প্রকল্পটি ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। তাই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন আপনিও। তবে তার আগে বিশদে বিশেষ এই প্রতিবেদনটি পড়ে নিন ভালো করে। তারপরেই লগ্নির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
State Bank of India's Senior Citizen Savings Scheme offers 8.2 percent interest per annum, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

প্রতীকী ছবি।

Fixed Deposit: আবারও গ্রাহকদের স্বার্থে দারুণ একটি প্রকল্প নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে বিশেষ এই প্রকল্পের মাধ্যমে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই বিশেষ স্কিমটি শুধুমাত্র প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্যই।

Advertisment

নিশ্চিত রিটার্নের দুর্দান্ত প্রকল্প নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI-এর এই প্রকল্পটির নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Cheme) বা SCSS। এই জনপ্রিয় প্রকল্পের আওতায় গ্রাহকরা সবচেয়ে কম ১ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্টে সর্বোচ্চ জমা দেওয়া যাবে ৩০ লক্ষ টাকা পর্যন্ত।

তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SCSS প্রকল্পে আপনাকে নাম নথিভুক্ত করতে হলে আপনার বয়স হতে হবে ৬০ বছরের বেশি। অর্থাৎ সিনিয়র সিটিজেনরাই কেবলমাত্র এই প্রকল্পে অংশীদার হতে পারবেন। সরকারি এই ব্যাঙ্কটি জানিয়েছে এই প্রকল্পের আওতায় অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরা বয়সের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন।

আরও পড়ুন- Electricity Bill: ঝট করে কমে যাবে বিদ্যুতের বিল! এখনই করে ফেলুন এই কাজটি

আরও পড়ুন- Is Donkey is Foolish?: বোকা মানুষদের 'গাধা' বলেন অনেকে, এর কারণ জানেন?

আরও পড়ুন- AC Machine: হু হু করে কমল দাম! বিদ্যুৎ সাশ্রয়ী এই স্প্লিট AC-গুলি আজই ঘরে আনুন

কত সুদ মিলবে? 

ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে সরকারি কিংবা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা ৫৫ বছর বয়স হলেই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। প্রতিরক্ষা কর্মীদের ক্ষেত্রেও এই প্রকল্পের বিনিয়োগের বয়সসীমা ৫০ বছর। এই প্রকল্পে বার্ষিক ৮.২% হারে সুদ পাওয়া যাবে। প্রকল্পটির মেয়াদ পাঁচ বছরের। তবে গ্রাহকরা ইচ্ছা করলে তার আগেও টাকা তুলে নিতে পারেন। তবে লগ্নি করার এক বছরের আগেই আপনি টাকা তুলে নিলে কোনও সুদ পাবেন না।

আরও পড়ুন- Is Donkey is Foolish?: বোকা মানুষদের 'গাধা' বলেন অনেকে, এর কারণ জানেন?

sbi senior citizen lifestyle state bank of india
Advertisment