Air Conditioner: এখন আর শুধু গরমকালে নয়, দিন-দিন আবহাওয়ার যা দশা হচ্ছে তাতে শীতকালের সময়টায় বাদ দিলে বছরের বাকি সময়টায় কন্ডিশনার মেশিন বা এসি-র চাহিদা থাকে। ইচ্ছে হলেও অনেকেই চড়া দামের কারণে এসি মেশিন কিনতে গিয়েও পিছিয়ে আসেন। কেউ কেউ দামের সঙ্গে বিদ্যুতের খরচটাও মাথায় রাখেন। তবে বিশেষ এই প্রতিবেদনে স্বল্প দামের কয়েকটি বিদ্যুৎ সাশ্রয়ী এসি মেশিনের হদিশ মিলবে।
আপনি একটি সাশ্রয়ী মূল্যের এয়ার কন্ডিশনার খুঁজলে সেরা কয়েকটি মডেল বেছে নিন। যা সর্বাধুনিক প্রযুক্তি এবং দারুণ সব ফিচার্সের সঙ্গে সাশ্রয়ী, টেকসইও। বাড়িতে ব্যবহারের জন্য একেবারে ফারফেক্ট চয়েজ এই AC-গুলি। সবচেয়ে কম দামে উচ্চতর শীতলতার জন্য LG, Panasonic-সহ নামী দামী ব্র্যান্ডের কয়েকটি সাশ্রয়ী এসির হদিশ নিন এই প্রতিবেদনে।
সস্তার স্প্লিট এসি:
Daikin 0.8 Ton 3 Star, Fixed Speed Split AC: ডাইকিন একটি স্বনামধন্য সংস্থা। এর 0.8 টন এসি ছোট ঘর-অফিসের জন্য উপযুক্ত। এই AC ১০০ শতাংশ কপার কয়েল দিয়ে তৈরি। যা কম রক্ষণাবেক্ষণে বেশি শীতলতা প্রদান করে। এতে রয়েছে PM 2.5 ফিল্টার যা পরিষ্কার বাতাসের গুণমান রক্ষার জন্য সূক্ষ্ম কণাকে আটকে রাখে। পাওয়ার চিল মোড দ্রুত শীতলতা প্রদান করে। এই AC-র দাম পড়বে ৩০,৪০০ টাকা।
আরও পড়ুন- Plants which attracts snakes: সাবধান! এই গাছগুলো দিয়ে ঘর সাজাচ্ছেন? সাপের উৎপাতে টিকতে পারবেন না!
LG 1 Ton 4 Star DUAL Inverter Split AC: এই ১ টন ইনভার্টার প্রযুক্তির এসি রূপান্তরযোগ্য মডেলে পাবেন। প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সামঞ্জস্য করতে পারে এই মেশিনটি। এর এইচডি ফিল্টার ইনডোর কোয়ালিটি ভালো রাখে এবং এটি একটি ইনভার্টার কম্প্রেসার দিয়ে তৈরি। এই এসির দাম পড়বে ৩৬,৩৯৮ টাকা।
আরও পড়ুন- Business Idea:সামান্য লগ্নিতে বাড়িতেই ব্যবসা, দিন কয়েকেই মোটা টাকা লাভ! বেকাররা আগে পড়ুন এখবর
Carrier 1 Ton 3 Star AI Flexicool Inverter Split AC: এই কেরিয়ার এসি ৬ ইন ১ কনভার্টেবল মোডের সঙ্গে তৈরি করা হয়েছে। এটি প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সামঞ্জস্য করতে দেয়। এই প্রযুক্তির এসি বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই এবং বাড়িতে ব্যবহারের জন্য একেবারে উপযুক্ত। ১ টনের এই এসি ছোট অফিস এবং ঘরের জন্য আদর্শ। এর দাম ৩৩,৩১০ টাকা।
আরও পড়ুন- Railway Station: রেল স্টেশনে হলুদ বোর্ডের উপর কালো লেখা, কেন জানেন? জানলে চমকে যাবেন!
আরও পড়ুন- General Knowledge: কোন দেশের জাতীয় প্রাণী ছাগল? উত্তরটা জানলে অবাক হবেন অনেকেই
Panasonic 1.5 Ton 3 Star Wi-Fi Inverter Smart Split AC: প্যানসনিকের হেভি ডিউটি এয়ার কন্ডিশনার এটি। এই দেড় টনের এসি ছোট থেকে মাঝারি আকারের ঘরের জন্য আদর্শ। এটি উচ্চতর শীতলতার জন্য ১০০ শতাংশ কপার কনডেন্সার কয়েল দিয়ে তৈরি। 7 ইন 1 কনভার্টেবল মোড রয়েছে এই এসিতে। প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা পরিবর্তন করে এই এসি। স্টেবিলাইজার ফ্রি অপারেশন এই এয়ার কন্ডিশনারকে ভোল্টেজের ওঠানামা থেকে সুরক্ষিত রাখে। ভারতের আদর্শ স্প্লিট এসিগুলির মধ্যে একটি এটি। এর দাম পড়বে ৪১,০৫২ টাকা।