Advertisment

Electricity Bill: ঝট করে কমে যাবে বিদ্যুতের বিল! এখনই করে ফেলুন এই কাজটি

Tips to reduce electricity bill: বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যা এখন ঘরে-ঘরে। শহর কিংবা মফস্বল অথবা গ্রামীণ এলাকাগুলিতেও বিদ্যুতের বিল বেড়ে যাওয়াটা একটা প্রকট সমস্যা তৈরি করেছে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
tips to reduce electricity bill,বিদ্যুৎ বিল

প্রতীকী ছবি।

Tips to reduce electricity bill: ইদানিং বিদ্যুতের বিল বেড়ে যাওয়ার সমস্যাটা চরম আকার ধারণ করেছে। শহর থেকে জেলা কিংবা মফস্বল, সর্বত্র বিদ্যুতের বিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ আসছে। রাজনৈতিক দলগুলিও এব্যাপারে সরকারকে দুষে সোচ্চার হয়েছে। জায়গায়-জায়গায় বিদ্যুৎ দফতর ঘেরাও করে চলেছে বিক্ষোভ। কীভাবে কমাবেন এই বিদ্যুতের বিল? বিশেষ এই প্রতিবেদনে সে ব্যাপারেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisment

বিদ্যুতের বিল কমাতে কী করবেন? 

ইলেকট্রনিক্স সামগ্রী বহু পুরনো হয়ে গেলেও সেটি ব্যবহার করেন অনেকে। এক্ষেত্রেও বেড়ে যেতে পারে বিদ্যুতের বিল। 

যাঁদের বাড়িতে AC কিংবা গিজারের মতো ইলেকট্রনিক্স সামগ্রী রয়েছে তাঁদের এমনিতেই বেশি বিল আসে। বিশেষজ্ঞরা বলছেন, AC এবং গিজার দুটোই বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করে। তাই একসঙ্গে AC এবং গিজার চালাবেন না। তাহলেই বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন।

আরও পড়ুন- Is Donkey is Foolish?: বোকা মানুষদের 'গাধা' বলেন অনেকে, এর কারণ জানেন?

আরও পড়ুন- BSNL Recharche Plans: 'সুনামি' প্ল্যান BSNL-এর! ৫ মাসের ভ্যালিডিটি, নামমাত্র খরচে আনলিমিটেড কল-দেদার ইন্টারনেট

আরও পড়ুন- AC Machine: হু হু করে কমল দাম! বিদ্যুৎ সাশ্রয়ী এই স্প্লিট AC-গুলি আজই ঘরে আনুন

AC-র সঙ্গে হালকা করে ফ্যানও চালিয়ে দিন। এতে AC-র উপর চাপ কম পড়বে এবং বিদ্যুতের খরচও কম হবে।

আরও পড়ুন- Business Idea:সামান্য লগ্নিতে বাড়িতেই ব্যবসা, দিন কয়েকেই মোটা টাকা লাভ! বেকাররা আগে পড়ুন এখবর

ওয়্যারিংয়ের তার বেশ খানিকটা পুরনো হয়ে গেলে পাল্টে ফেলুন। LED বাল্ব অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করুন। এই বাল্বগুলিতে আলোও যেমন বেশি হবে, তেমনই এতে বিদ্যুতের খরচও অনেকটাই কম হবে।

আরও পড়ুন- Railway Station: রেল স্টেশনে হলুদ বোর্ডের উপর কালো লেখা, কেন জানেন? জানলে চমকে যাবেন!

 অযথা বাড়ির লাইট-পাখা কিংবা অন্যান্য বিদ্যুৎ সামগ্রী চালিয়ে রাখবেন না। এই বিষয়টির প্রতি একটু বিশেষভাবে খেয়াল রাখুন। তাহলেই দেখবেন বিদ্যুতের বিল বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবেন।  

lifestyle Electricity Bill Tips to reduce Electricity Bill
Advertisment