Advertisment

AC Machine: সবসময় চলছে এসি, বিদ্যুতের বিল দেখে চোখ ছানাবড়া, মানুন ৮ ট্রিকস, রেহাই নিশ্চিৎ

Hot Weather: আটটি ট্রিক ফলো করলেই বিদ্যুতের খরচ প্রায় অর্ধেক হয়ে যাবে৷

author-image
IE Bangla Web Desk
New Update
use eight tips to reduce electricity bill from ac machine , এসি মেশিন থেকে বিদ্যুৎ বিল সাশ্রয়ে ৮ ট্রিকস মেনে চলুন

AC Machine Electricity Bill: কীভাবে ব্যবহার করবেন এসি মেশিন?

Eight Tips To Reduce AC Machine Electricity Bill: এসি ব্যবহারের সময়ে বেশ কয়েকটি ভুল না করলে বিদ্যুতের বিল সাশ্রয় হয়। আটটি ট্রিক ফলো করলেই বিদ্যুতের খরচ প্রায় অর্ধেক হয়ে যাবে৷

Advertisment

১. বীভৎস গরম পড়েছে ৷ শেষ কবে এমন গরম পড়েছিল অনেকেই মনে করতে পারছেন না। এসি চললেও সিলিং ফ্যান চালু রাখতে হবে৷ এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করুন এতে কুলিং-এর গতি বাড়বে ৷ পাখার হাওয়ায় এসির ঠান্ডা বাতাস দ্রুততার সঙ্গে ঘরে ছড়িয়ে পড়বে৷ ফলে এসি বা তার কম্প্রেসারের উপরে চাপ কম পড়ে৷ এরফলে এসির কম্প্রেসারের উপরে কম চাপ পড়লে বিদ্যুতের কম পোড়ে।

২. বারবার এসি অন বা অফ করবেন না৷ অনেকেরই স্বভাব আছে একটু কম এসি চালিয়ে ফের এসি বন্ধ করে দেওয়া৷ একটানা এসি চললে নির্দিষ্ট সময়ের পরে কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়৷ বারবার এসি বন্ধ করলে চালু করার সময়ে বারেবারে ধাক্কা লাগে কম্প্রেসারে৷ বারাবার এসি অফ অন করলে বিদ্যুতের বিল বেড়ে যায় এক ধাক্কায় অনেকটাই৷

আরও পড়ুন- AC Machine: এই দাবদাহে অনাদরে এসির আউটডোর ইউনিট? ভুল শুধরান, নাহলেই পকেট খসতে বাধ্য

৩. দাম একটু বেশি হলেও সর্বদা ৫ স্টার এসি ব্যবহার করুন। টাকা বাঁচানোর জন্য অনেকেই ৩ স্টার এসি ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মত ৫ স্টার এসির দাম যেমন বেশি সেটি একবার কিনে নিলে প্রতি মাসে বড় অঙ্কের টাকা বিল দেওয়ার সমস্যা আর থাকেনা।

৪. এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখুন। ১৮-য় না রেখে সেটি ২৫ রাখলে প্রায় ৩০ শতাংশ কমে যায় এসির খরচ৷ এসির তাপমাত্রা যত কমবে কম্প্রেসারে তত বেশি চাপ পড়বে আর বিদ্যুতের বিল বাড়বে ৷

আরও পড়ুন- AC Machine: এই দাবদাহে অনাদরে এসির আউটডোর ইউনিট? ভুল শুধরান, নাহলেই পকেট খসতে বাধ্য

৫. এসির আউটডোর ইউনিট প্রখর রোদে কোনও ভাবেই রাখবেন না৷ কেননা গ্রীষ্মের প্রখর রোদে কম্প্রেসারকে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে চলতে হয়৷ সেই কারণেই বাড়ে বিদ্যুতের বিল বাড়বে।

৬. নিয়ম করে এসি সার্ভিস করতে হবে৷ গরম পড়ার সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনারে জমে থাকা ধুলো বালি মুক্ত করতে হবে৷ এতে কুলিং-এর পদ্ধতিও ভাল হয়।

আরও পড়ুন- AC On Rent: সাধ থাকলেও সাধ্য নেই? জ্বালাপোড়া গরমে ভাবছেন এসি ভাড়া করবেন? জানুন সহজ পদ্ধতি

৭. এসি চলার সময়ে দরজা জানলা সম্পূর্ণ রূপে বন্ধ রাখতে হবে৷ প্রয়োজনে দরজা জানলা মোটা সিল করে দিন এসি চলার সময়ে৷

৮. ঘরে এসি চলার সময়ে অন্য সমস্ত ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখুন৷ এতে অর্থাৎ টিভি, ফ্রিজ, কুলার ইত্যাদি বন্ধ রাখুন। এতে বিদ্যুতের খরচ কম হবে৷

আরও পড়ুন- Relief From Heat: ওষ্ঠাগত গরমে ঘরে নিজেকে ঠান্ডা রাখবেন? খরচ মাত্র ৭৯৯!

আরও পড়ুন- AC Machine: মাত্রাছাড়া গরমে নাভিশ্বাস, এবার স্বস্তির AC-তেও তুমুল সংকট! কারণ জানলে চমকে যাবেন!

আরও পড়ুন- AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!

Air Conditioner Ac Machine air conditioner machine air condition machine maintenance
Advertisment