/indian-express-bangla/media/media_files/2024/11/11/QIL73MwWog15rn7nBCwE.jpg)
প্রতীকী ছবি।
Vastu Tips: টাকা-পয়সা রোজগারের জন্য মানুষজন নানাভাবে নানা কাজকর্ম করে থাকেন। অনেকে রোজগার ঠিকঠাক করলেও হাতে টাকা-পয়সা একদম রাখতে পারেন না। কীভাবে যে হাত থেকে টাকা বেরিয়ে যায় তা বুঝেই উঠতে পারেন না অনেকে। বাস্তুশাস্ত্র বলছে, হাতে টাকা না থাকার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। তবে সহজ কয়েকটি বাস্তু টিপস মানলে জীবনে সফলতা আসতে পারে।
খাটে বসে কখনও খাবেন না...
খাট বা বিছানায় বসে কখনও খাওয়া-দাওয়া করবেন না। বাস্তু বিশারদদের মতে, এই প্রবণতা খুবই বিপজ্জনক। এতে সংসারের ওপর নেতিবাচক প্রভাব আসে। তাই যাঁরা খাটে বসে খাওয়া-দাওয়া করেন, আজই সেই অভ্যাস বর্জন করুন।
ঘরের চার কোনায় টাকা রাখা এড়িয়ে চলুন...
ঘরের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম কোণ কিংবা দক্ষিণ কোণে টাকা রাখবেন না। বাস্তু বিশারদদের বিশ্বাস, ঘরের এই কোণগুলিতে টাকা রাখা হলে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। টাকা-পয়সা জলের মতো বেরিয়ে যায়।
আরও পড়ুন- Garlic Benefits: রোজ রাতে বালিশের নিচে রাখুন এক কোয়া রসুন, ডাক্তারখানার পথই ভুলে যাবেন!
তবে বাস্তু বিশারদদের এই ধারণার বৈজ্ঞানিক কোনও ভিত্তি নেই। শুধুমাত্র বাস্তু মতেই উপরোক্ত এই ধারণাগুলির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন- GK: উত্তরটা জানলে চমকে উঠবেন! পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম বলতে অনেকেই ভিরমি খাবেন!