/indian-express-bangla/media/media_files/2025/05/30/m7muIDTJIgp7d7I5y7Z6.jpg)
Jonas Masetti Lifestyle: আধ্যাত্মিক যাত্রাতেই এল মাসেত্তির সাফল্য। (ছবি- রাষ্ট্রপতি ভবন)
Yoga Brazil Padma Shri: আধ্যাত্মিকতা এমন এক শক্তি যা মানুষের ভিতরের পরিবর্তন ঘটাতে পারে। এক্ষেত্রে ব্রাজিলের নাগরিক জোনাস মাসেত্তির কাহিনি নিঃসন্দেহে এক অনুপ্রেরণার নাম। রিও ডি জেনেইরোতে জন্ম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, ব্রাজিলিয়ান সেনাবাহিনীতে ৫ বছরের কর্মজীবন এবং পরবর্তীতে শেয়ার বাজারে স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট—সব মিলিয়ে তাঁর জীবন ছিল এক সফল নাগরিকের প্রতিচ্ছবি।
তবুও, জীবনের ভেতরে ছিল এক শূন্যতা, যা তাঁকে বারবার ভাবাত— এটাই কি জীবন? এই প্রশ্ন থেকেই জন্ম নেয় আত্মঅন্বেষণের পথ। যোগব্যায়াম শুরু করেন এবং তাঁর সৌভাগ্য যে, তাঁর যোগ শিক্ষক ছিলেন একজন বেদান্ত শাস্ত্রজ্ঞ। এটাই ছিল টার্নিং পয়েন্ট।
আরও পড়ুন- পার্লারে গিয়ে পকেট খালি করবেন না, এবার ঘরেই মাত্র ৩০ মিনিটে করুন হেয়ার স্পা!
/indian-express-bangla/media/media_files/2025/05/30/jjpViuvfKGJZ1GhFxwt0.jpg)
ভারতে আসা
জোনাস মাসেত্তি পরে ভারতে এসে কোয়েম্বাটোরে স্বামী দয়ানন্দ সরস্বতীর আশ্রমে বেদান্ত অধ্যয়ন শুরু করেন। গভীরভাবে বেদান্তে ডুবে গিয়ে বুঝতে পারেন এই জ্ঞান শুধু নিজের জন্য না, সবার জন্য। তাই রিও ডি জেনেইরোতে প্রতিষ্ঠা করেন Vedanta Life Institute, যেখানে তিনি সংস্কৃত, ধ্যান, মন্ত্র, বেদান্ত আর গীতার শিক্ষা দিয়ে চলেছেন।
আরও পড়ুন- এই তেলে আদা মিশিয়ে লাগান, খুশকি ও চুল পড়া এমনভাবে কমবে যা কল্পনাতেও ছিল না!
/indian-express-bangla/media/media_files/2025/05/30/eod5TH3CJKy1teKtSGKO.jpg)
সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শিক্ষার পরিধি এতটাই বেড়ে যায় যে হাজার হাজার ব্রাজিলিয়ান ছাত্র তাঁর অনুসারী হয়ে ওঠেন। স্বামী সাক্ষাৎকৃতানন্দ পর্যন্ত অবাক হয়ে যান যে, একটি লাতিন আমেরিকান দেশ থেকে আসা ব্যক্তি এমনভাবে ভারতীয় প্রাচীন শিক্ষাকে গ্রহণ করছে দেখে!
আরও পড়ুন- এক মুঠো ভেজানো বাদামে চুল হবে ঘন ও কালো, আর কিনতে হবে না রাসায়নিক রং!
/indian-express-bangla/media/media_files/2025/05/30/kl6mAYW5v1EsNCT3tYxW.jpg)
একাধিক বই লিখেছেন
তিনি পর্তুগিজ ও ইংরেজিতে একাধিক বইও লিখেছেন। এমনকী, ২০২০ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর প্রচেষ্টার প্রশংসা করেছিলেন। মাসেত্তি নিজে স্বীকার করেন—এই স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।
আরও পড়ুন- চোখের নীচের কালো দাগ এবং বলিরেখা দূর করতে আলু ও নারকেল তেল ব্যবহার করুন– সহজ প্রাকৃতিক উপায়!
With Jonas Masetti founder of Vishwa Vidya Gurukulam in Brazil and his wife. The organisation spreads Indian Vedic knowledge including Vedanta, Sanskrit, Bhagavad Gita among Brazilians. Gave a spectacular performance before PM @narendramodi on Ramayana in Brazil. Congratulations! pic.twitter.com/2WktPQU18q
— Amitabh Kant (@amitabhk87) November 20, 2024
অবশেষে পদ্মশ্রী
সবশেষে, ২০২৫ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে সম্মানিত হওয়া, এই বিদেশি বেদান্ত শিক্ষকের প্রতি ভারতের সম্মান প্রদর্শন। এটা আবারও প্রমাণ করে, সত্যিকারের আধ্যাত্মিকতা ভাষা, দেশ বা জাতির সীমা মানে না। জোনাস মাসেত্তির এই যাত্রা কেবল এক ব্যক্তির নয়, বরং পশ্চিমী জগতেও ভারতীয় জ্ঞানের গৌরব ছড়িয়ে দেওয়ার এক যুগান্তকারী অধ্যায়।