Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজো থেকে সুফল চান? এই নিয়মগুলি মানতে হবে কিন্তু!

Vishwakarma Puja: ১৬ নাকি ১৭ সেপ্টেম্বর, কবে হবে এবারের বিশ্বকর্মা পুজো? পঞ্জিকামতে এবার পুজোর সঠিক সময় কোনটা। কী করলে প্রসন্ন হবেন বিশ্বকর্মা, বিস্তারিত জেনে নিন।

Vishwakarma Puja: ১৬ নাকি ১৭ সেপ্টেম্বর, কবে হবে এবারের বিশ্বকর্মা পুজো? পঞ্জিকামতে এবার পুজোর সঠিক সময় কোনটা। কী করলে প্রসন্ন হবেন বিশ্বকর্মা, বিস্তারিত জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Vishwakarma Puja

Vishwakarma Puja: বিশ্বকর্মা পুজো।

Vishwakarma Puja: হিন্দু শাস্ত্র অনুসারে, বিশ্বকর্মা হলেন প্রযুক্তি, স্থাপত্য এবং শিল্পকলার দেবতা। মহাকাব্য রামায়ণ, মহাভারত ও পুরাণে তাঁকে দেবশিল্পী হিসেবে উল্লেখ করা হয়েছে। লঙ্কা নগরী, দ্বারকা, স্বর্গলোক ও পুষ্পক বিমানের নির্মাতা তিনিই। তাই বিশ্বকর্মা পুজো মূলত শিল্প, নির্মাণ ও কারিগরি কাজে যুক্ত মানুষদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।    

Advertisment

যেমন অন্য সব পুজোয় থাকে নির্দিষ্ট বিধি-নিয়ম, তেমনই বিশ্বকর্মা পুজোয়ও কিছু নিয়ম মানা আবশ্যক। বিশ্বাস করা হয়, সঠিক পদ্ধতিতে পূজা করলে দেবতা দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তদের কল্যাণ সাধন করেন। 

বিশ্বকর্মা পুজোয় কী করবেন

পুজোর সামগ্রীতে চাই দীপ, ধূপ, জল, পৈতে ও চন্দন – এগুলি ছাড়া পূজা অসম্পূর্ণ ধরা হয়। সাদা ফুল অর্পণ করুন – জ্যোতিষ মতে বিশ্বকর্মা দেবতা সাদা ফুলে তুষ্ট হন। কপালে টিকা দিন – সিঁদুরের টিকা প্রতিশ্রুতির প্রতীক; দেবতার কাছে ভক্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি। যন্ত্রপাতি পরিষ্কার করুন – বাড়ির বা কারখানার যন্ত্রপাতি, সরঞ্জাম ভালোভাবে পরিষ্কার করে অয়েলিং করুন। এতে সেগুলি সারাবছর টেকসই থাকে। পুজো শেষে প্রসাদ বিতরণ করুন – পরিবারের সদস্য ও কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করুন।

Advertisment

আরও পড়ুন- এই চন্দ্রগ্রহণে এগুলো করবেন না, নইলে সারা বছর অনুশোচনায় ভুগতে হবে!

এবারের বিশ্বকর্মা পুজোর তারিখ এবং সময়

এবার, ২০২৫ সালে বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর (বাংলায় ৩১ ভাদ্র) বুধবার। পুজোর উপযুক্ত সময়- সকাল ৬.০৭ থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত। অমৃত যোগ - দিবা ঘ ৭।২ মধ্যে ও ৯। ৩১ গতে ১১। ১০ মধ্যে ও ৩। ১৮ গতে ৪।৫৭ মধ্যে এবং রাত্রি  ঘ ৬।৩৩ গতে ৮।৫৩ মধ্যে ও ১। ৩১ গতে ৫। ২৭ মধ্যে। মাহেন্দ্রযোগ- দিবা ঘ ১।৩৯ গতে ৩। ১৮ মধ্যে এবং রাত্রি  ঘ ৮।৫৩ গতে ১০। ২৫ মধ্যে।     

আরও পড়ুন- এই ৬ প্রাণী গুহার অন্ধকারে লুকিয়ে থাকা বিস্ময়কর জীব, অন্যত্র দেখা যায় না!

একইসঙ্গে মাথায় রাখবেন, যন্ত্রপাতি বা রান্নাঘরের সরঞ্জাম অন্যকে দেবেন না – বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি আসে। এই দিন, অচেনা কারও দেওয়া খাবার গ্রহণ করবেন না – নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে। পুজো অবহেলা করবেন না – শুধু নিয়ম মেনে নয়, আন্তরিক ভক্তি নিয়েও পুজো করতে হবে। এই পুজোর ফলে কারিগরি কাজে উন্নতি হয়। যন্ত্রপাতি নষ্ট হয় না, কাজ সহজে সম্পন্ন হয়। জীবনে সমৃদ্ধি ও স্থিতিশীলতা আসে। কর্মক্ষেত্রে সাফল্য ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। 

আরও পড়ুন- ইন্টারপোলের নাম শুনলে কেঁপে ওঠে ভয়ংকর অপরাধীও, তৈরি হয়েছিল এই দিনেই!

এবং

আরও পড়ুন- কাক ছাড়া শ্রাদ্ধ কেন অসম্পূর্ণ? কাকের রহস্যময় ভূমিকার কথা জানুন

বিশ্বকর্মা পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং প্রযুক্তি ও শিল্পের প্রতি কৃতজ্ঞতার প্রতীক। তাই ২০২৫ সালের বিশ্বকর্মা পুজোয় সঠিক নিয়ম মেনে, আন্তরিক ভক্তি সহকারে দেবতার পূজা করুন। তাহলেই জীবনে আসবে উন্নতি, সৌভাগ্য এবং স্থায়ী সাফল্য। মনে রাখবেন, Vishwakarma Puja 2025-এ ছোট্ট ভুলও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আবার সঠিকভাবে মানলে সুফল মিলবে বহুগুণ।

Vishwakarma Puja