/indian-express-bangla/media/media_files/2025/09/07/animals-2025-09-07-19-24-58.jpg)
Animals: এমন কিছু প্রাণী আছে, যারা গুহার বাইরে আসে না।
Animal World: গুহা মানেই অন্ধকার, নীরবতা আর বিচ্ছিন্ন এক জগৎ। কিন্তু এই অন্ধকারেই লুকিয়ে আছে কিছু বিস্ময়কর প্রাণী, যাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এদের বলা হয় ট্রোগ্লোবাইট—অর্থাৎ স্থায়ীভাবে গুহাবাসী প্রাণী। এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনও সূর্যের আলো দেখে না।
ভূগর্ভস্থ জীবনে খাপ খাইয়ে নিতে এরা আশ্চর্যজনক পরিবর্তন ঘটিয়েছে। বেশিরভাগের শরীরে কোনও রং নেই, চোখ অকেজো হয়ে গেছে। কিন্তু বদলে বেড়েছে ঘ্রাণশক্তি, স্পর্শশক্তি এবং অতি সূক্ষ্ম কম্পন বোঝার ক্ষমতা। গুহায় খাবার অল্প, তাই এরা ধীরে ধীরে নড়ে-চড়ে শক্তি বাঁচায়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/09/07/troglobite-animals-2025-09-07-10-57-31.jpg)
১. ওলম (Proteus anguinus)
স্লোভেনিয়ার চুনাপাথরের গুহায় পাওয়া যায় এই ঈলসদৃশ উভচর প্রাণীটিকে। দেখতে অনেকটা রূপকথার ড্রাগনের মত। আশ্চর্যজনকভাবে এটি ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং বহু বছর খাবার ছাড়া টিকে থাকে।
আরও পড়ুন- ইন্টারপোলের নাম শুনলে কেঁপে ওঠে ভয়ংকর অপরাধীও, তৈরি হয়েছিল এই দিনেই!
২. অন্ধ গুহা মাছ (Typhleotris mararybe)
মাদাগাস্কারের ভূগর্ভস্থ নদীতে থাকে এই মাছ। সম্পূর্ণ অন্ধ হলেও এর ত্বক কালো। সাধারণত গুহাবাসী প্রাণীরা সাদা বা ফ্যাকাশে হয়, তাই এই মাছকে বিরল ধরা হয়। এটি জলের গতিবিধি বুঝে পথ খুঁজে নেয়।
আরও পড়ুন- কাক ছাড়া শ্রাদ্ধ কেন অসম্পূর্ণ? কাকের রহস্যময় ভূমিকার কথা জানুন
৩. শিকারী মাকড়সা (Sinopoda scurion)
লাওসে পাওয়া এই প্রজাতির মাকড়সা পৃথিবীর প্রথম চোখবিহীন মাকড়সা। সম্পূর্ণ অন্ধকারে শিকার করার জন্য এটি কম্পনকে ব্যবহার করে।
আরও পড়ুন- ভূমিষ্ঠ হয়েছিল মুদ্রিত বাংলা হরফ, সে কাহিনি গায়ে কাঁটা দেবে!
৪. গুহা জলের বিছে (Nepa anophthalma)
রোমানিয়ার মুভিল গুহায় পাওয়া যায় এই বিছের মত পোকাটি। গুহার বাতাস বিষাক্ত হলেও এটি অভিযোজন করেছে। আশ্চর্যের বিষয় হল, এর চোখ নেই, কিন্তু টিকে থাকার জন্য অন্য ইন্দ্রিয়গুলো দুর্দান্ত কাজ করে।
আরও পড়ুন- পিতৃপক্ষে এই ৫ জিনিস দানে দারিদ্র্য হয় দূর, মেলে পূর্বপুরুষের আশীর্বাদ
৫. লেপ্টোডেরাস গুহা পোকা
১৮০০ সালের দিকে প্রথম আবিষ্কৃত এই পোকা ধীরগতিতে চলে এবং ফ্যাকাশে দেখতে। ছোট ফাটল ও অন্ধকার জায়গায় বেঁচে থাকতে বিশেষভাবে সক্ষম।
৬. অন্ধ মিঠে জলের কাঁকড়া (Cancrocaeca xenomorpha)
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি গুহায় পাওয়া যায় বিশ্বের অন্যতম বিশেষ গুহা কাঁকড়া। এটি একেবারেই ছোট, ফ্যাটফেটে সাদা এবং চোখবিহীন।
কেন এদের রক্ষা করা জরুরি?
এই প্রাণীগুলো শুধু একটি বা দুটি গুহায় বাস করে। গুহার সামান্য পরিবর্তন—দূষণ, খনন বা নির্মাণ—এদের অস্তিত্ব শেষ করে দিতে পারে। গুহার বাস্তুতন্ত্র একবার ধ্বংস হলে এই প্রাণীগুলোও চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তাই এদের রক্ষা করা আমাদের দায়িত্ব।