What is Star in AC: অসহনীয় গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার বা AC মেশিনের বিকল্প নেই। গত কয়েক বছরে শহর থেকে জেলা, সর্বত্রই AC মেশিন কেনার হিড়িক প্রবলভাবে বেড়ে গিয়েছে। বাজারে 3 স্টার, 4 স্টার ও 5 স্টার রেটিং যুক্ত AC পাওয়া যায়। তবে এর মধ্যে কোনটি বেশি উপযোগী? কোন রেটিংযুক্ত AC কিনলে আপনি বিদ্যুতের বিল বাঁচাতে পারবেন? সে ব্যাপারেই রইল গুরুত্বপূর্ণ তথ্য।
এয়ার কন্ডিশনার কিংবা AC মেশিন এখন আর যেন বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না। বরং সময় যত এগোচ্ছে ততই এই সামগ্রীটি অপরিহার্য্য বলেই মনে হচ্ছে অনেকের কাছে। জ্বালা ধরানো গরমের হাত থেকে মুক্তি পেতে অনেকেই AC কিনছেন। ইলেকট্রনিক্সের শোরুমগুলিতে দাবদাহের কালে AC কিনতে ভিড় বাড়ছে।
বাজারে 3 স্টার, 4 স্টার, 5 স্টার রেটিংয়ের AC পাওয়া যায়। তবে কোন স্টার রেটিংযুক্ত AC কিনলে আপনি বিদ্যুতের বিল কমাতে পারবেন? কত স্টার যুক্ত রেটিংয়ের AC আপনার পক্ষে ভালো?
আরও পড়ুন- Tips to reduce AC Bills: দিনে ১৫-১৬ ঘণ্টা AC চালালেও বিদ্যুতের বিল নাগালেই! শুধু করুন এই কাজটি
কত স্টার যুক্ত রেটিংয়ের AC বিদ্যুতের বিল কমাতে পারে সেটা জানার আগে আসুন জেনে নিই AC-র স্টার রেটিংয়ের ব্যাপরটা ঠিক কী?
স্টার রেটিং আসলে AC-র শক্তি বা দক্ষতা জানান দেয়। AC-তে স্টারের সংখ্যা যত বেশি হবে সেই মেশিনের দক্ষতাও ততই বেশি হবে। বাজারে ১ থেকে শুরু করে ৫ স্টার এসি পাওয়া যায়।
আরও পড়ুন- Free travel in train: দেশের একমাত্র এই ট্রেনেই বিনামূল্যে ভ্রমণের সুযোগ! মায়াবী সফরের মধুর অভিজ্ঞতার স্বাদ নেবেন?
5 স্টার AC এবং 3 স্টার AC-র মধ্যে পার্থক্য কী?
3 স্টার AC-র চেয়ে 5 স্টার AC-র শক্তি খরচ কম হয়। সেই কারণেই বাড়িতে 5 স্টার AC আনলে বিদ্যুতের বিল সাশ্রয় হয়।
আরও পড়ুন- Air Coolers: গুলি মারুন AC-কে, ঘরে বরফ ঝরাতে আজই আনুন সস্তার এই বাম্পার কুলার!
3 স্টার AC-র চেয়ে 5 স্টার AC দ্রুত আপনার ঘর ঠান্ডা করতে পারে। এতে কম সময়ে কম বিদ্যুৎ খরচে আপনার ঘর ঠান্ডা হয়। বিশেষজ্ঞরা তাই বলছেন, 3 স্টার AC-র চেয়ে তাই 5 স্টার AC কেনা যুক্তিযুক্ত।