AC Cooling System: আপনার এসি কি সম্প্রতি সার্ভিসিং করিয়েছেন, কিন্তু তারপরও আগের মতো ঠান্ডা হাওয়া পাচ্ছেন না? তাহলে সমস্যাটা সার্ভিসিংয়ের নয়। এসির কুলিং ঠিকমতো না হলে সেটি শুধু অস্বস্তির কারণই নয়, বরং বাড়তি বিদ্যুৎ বিল এবং যন্ত্রাংশ ক্ষতিরও ঝুঁকি থাকে। আজকের প্রতিবেদনে জেনে নিন এমন পাঁচটি কারণ যে কারণে সার্ভিসের পরেও এসি ঠিকমত কুলিং করতে পারে না।
১. রেফ্রিজারেন্ট (গ্যাস) লিক বা ঘাটতি
এসি কুলিং কমে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণ হল গ্যাস লিক। যদি ফ্রিওন গ্যাস লিক হয়ে যায়, তাহলে এসি ঠিকমতো ঠান্ডা করতে পারবে না। সার্ভিসিংয়ের সময় গ্যাস লেভেল বা চাপ না দেখলে এই সমস্যা থেকে যায়।
২. নোংরা ফিল্টার বা কয়েল
ফিল্টার এবং ইভাপোরেটর/কন্ডেনসার কয়েল অতিরিক্ত ময়লা জমে থাকলে এসির হাওয়া ব্লক করে দেয়। এর ফলে বাতাস ঘরে সঠিকভাবে ছড়ায় না। নিয়মিত ডিপ ক্লিন করানো জরুরি।
৩. কম্প্রেসার
কম্প্রেসার খারাপ হলে সার্ভিসিং করানো হলেও ঠান্ডা করতে পারবে না এসিটি। ঘনঘন বন্ধ হওয়া বা শব্দ হলে এটি পরীক্ষা করান।
৪. ঘরের সঠিক ইনসুলেশন না থাকা
বড় ঘর, উঁচু ছাদ বা জানালার মাধ্যমে রোদ প্রবেশ করলে এসির ক্ষমতা কম পড়ে। সঠিক টন এসি নির্বাচন এবং ঘরের সিলিং ভালোভাবে ইনসুলেট করুন।
৫. থার্মোস্ট্যাট বা সেন্সর ত্রুটি
যদি সেন্সর বা থার্মোস্ট্যাট তাপমাত্রা সঠিকভাবে না পড়ে, এসি ঠান্ডা করবে না। তাই সেন্সর ও রিমোট কন্ট্রোল ভালোভাবে কাজ করছে কিনা নিশ্চিত হন।