Advertisment

Manipur Violence: বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠক শেষে রাজ্যপালের সঙ্গে দেখা! বড় কোন ভাবনা মুখ্যমন্ত্রীর?

Manipur Violence Update: মণিপুরে ফের হিংসা ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী এন.বিরেন সিং শনিবার সন্ধ্যায় বিধায়কদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরপর তিনি রাজ্যপালের সঙ্গেও দেখা করেছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
manipur violence biren singh

Manipur Violence Update: মণিপুরে ফের হিংসা ছড়িয়ে পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী এন.বিরেন সিং শনিবার সন্ধ্যায় বিধায়কদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এরপর তিনি রাজ্যপালের সঙ্গেও দেখা করেছেন। 

Advertisment

সাত দিনে মৃত্যু ৯ জনের

মণিপুরে গত এক বছরের বেশি সময় ধরে হিংসার ঘটনা কিছুতেই থামছে না। ১ লা সেপ্টেম্বর থেকে শনিবার (৭ সেপ্টেম্বর) হিংসার জেরে মৃত্যু হয়েছে ৯ জনের।  জিরিবাম জেলায় হিংসার ঘটনায় গতকালই পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ফের হিংসা মাথাচাড়া দেওয়ায় মুখ্যমন্ত্রী এন.বিরেন সিং রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য  শনিবার সন্ধ্যায় বিধায়কদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। সূত্র জানিয়েছে যে বিজেপি, নাগা পিপলস ফ্রন্ট এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ক্ষমতাসীন জোটের বিধায়করা বৈঠকে অংশ নেন। 

 

কনস্টেবল নিয়োগে গাফিলতির বলি ১২ পরীক্ষার্থী? বিজেপির প্রশ্নবাণে ঘাম ছুটল সরকারের

বিধায়কদের সঙ্গে জরুরি বৈঠকের পর মণিপুরের মুখ্যমন্ত্রী রাজ্যপাল এল. আচার্যের সঙ্গে দেখা করেন। এ সময় সশস্ত্র  হামলা রোধে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। গত পাঁচ দিনে মণিপুরে হিংসার ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জনেরও বেশি।  

সর্বশেষ রকেট হামলার পর মণিপুরে শক্তিশালী অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঘটনাস্থলে সিনিয়র অফিসারদের মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক ড্রোন হামলার কারণে, একটি অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছে। 

 

RG Kar Case-TMC: আরজি কর কাণ্ডের জের, বিরাট ধাক্কা তৃণমূলে! মমতাকে চিঠি দিয়ে ইস্তফা বর্ষীয়ান সাংসদের

এদিকে হিংসা আবহে মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং তার পদ থেকে ইস্তফা দিতে পারেন। এমন জল্পনা জোরদার হয়েছে।  শনিবার রাতে বীরেন সিং রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সাথে ৩০ মিনিটেরও বেশি সময় ধরে বৈঠক করেন। এরপর থেকেই তুঙ্গে জল্পনা। যদিও বিজেপি এই জল্পনা প্রত্যাখ্যান করেছে। 

India. Manipur Manipur Manipur Violence
Advertisment