Advertisment

8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট! সংসদে কী জানাল কেন্দ্র?

8th Pay Commission: ইতিমধ্যে সপ্তম পে কমিশন গঠনের ১০ বছরের মেয়াদ পেরিয়ে গিয়েছে। আগামী বছর থেকেই কী কার্যকর হতে চলেছে অষ্টম পে কমিশন? সংসদে কী জানাল কেন্দ্র?

author-image
IE Bangla Web Desk
New Update
8th Pay Commission

অষ্টম পে কমিশন নিয়ে কী জানাল কেন্দ্র?


8th Pay Commission:  দেশের প্রায় ৪৮ লাখ কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং ৬৫ লাখ পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যে সপ্তম পে কমিশন গঠনের ১০ বছরের মেয়াদ পেরিয়ে গিয়েছে। আগামী বছর থেকেই কী কার্যকর হতে চলেছে অষ্টম পে কমিশন? রইল বিরাট আপডেট

Advertisment

অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে প্রশ্ন তোলেন বিরোধী দলের সাংসদরা। মোদী সরকার কবে নাগাদ অষ্টম পে কমিশনের প্রস্তাব পেশ করতে পারে? এই প্রশ্নের উত্তর অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে অষ্টম বেতন কমিশন গঠনের কোন সিদ্ধান্ত নেয় নি মোদী সরকার। 

বিরোধী সাংসদরা মোদী সরকারের কাছে প্রশ্ন করেন ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সপ্তম পে কমিশন  চালু হয়। নিয়ম অনুসারে অষ্টম পে কমিশন চালু হওয়ার কথা ২০২৬ সালের ১ লা জানুয়ারি থেকে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ না করা নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেই ক্ষোভ কী সরকারের কাছে অজানা? এর উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তরে বলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ভাবে নি মোদী সরকার।

সপ্তম সিপিসি গঠনের ১০ বছরেরও কবে নাগাদ অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, 'এখন প্রশ্নই ওঠে না'। কেন্দ্রীয়  সরকারের এই প্রতিক্রিয়া লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে এক বড়  ধাক্কা। 

 বিভিন্ন কেন্দ্রীয় কর্মচারী সংগঠন বহুবার সরকারের কাছে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক এসবি যাদব এই বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী মোদীকে এই বিষয়ে একটি চিঠিও দেন। যদিও অষ্টম পে কমিশন নিয়ে এখনও কোন ঘোষণা করেনি কেন্দ্রের মোদী সরকার।  

Finance Ministry
Advertisment