Advertisment

Abhishek Banerjee TMC Meeting: সাফল্যের কী পুরস্কার পেতে চলেছেন অভিষেক? জোর চর্চা

Abhishek Banerjee TMC Meeting: শাসক দলের সংগঠনে দ্বিতীয় মুখ হিসেবে আরও উজ্জ্বল হওয়ার অপেক্ষায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়?

author-image
IE Bangla Web Desk
New Update
After the victory in Bhabanipur tmc is desperate to win 2024 Loksabha poll

মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee TMC Meeting: শাসক দলের সংগঠনে দ্বিতীয় মুখ হিসেবে আরও উজ্জ্বল হওয়ার অপেক্ষায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই জল্পনাই আপাতত জোড়াল হয়েছে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলীয় সাংসদ, জেলা সভাপতি ও বিধায়কদের নিয়ে জোড়া-ফুলের বৈঠক রয়েছে। আপাতত নজরে শনিবাসরীয় সেই গুরুত্বপূর্ণ বৈঠক।

Advertisment

মোদী-শাহ থেকে শুভেন্দু-দিলীপ, গোটা নির্বাচন পর্বে 'ভাইপো' বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিল বিজেপি। বাংলার রাজনীতিতে পরিবারতন্ত্রের অন্যতম মুখ হিসাবে তুলে ধরা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। কিন্তু তারপরেও বিধি বাম। স্বপ্ন ছোঁয়ার অনেক আগেই থমকে গিয়েছে গেরুয়া শিবিরের আসন দখল। ফলে, একুশের ভোট পরবর্তী বাংলায় যুব তৃণমূল সভাপতি অভিষেকের সাফল্য প্রশ্নতীত। দলের শীর্ষ নেতৃত্বের একাংশের মতে রাজনীতিতে ক্রমশ পরিণত হচ্ছেন অভিষেক। দলের কর্মীদের কাছে তাঁর নেতৃত্বের কদর বাড়ছে। ফলে শুধু যুব তৃণমূল সভাপতি হিসাবেই নয়। সংগঠনের আরও বড় পদে তাঁকে দেখতে আগ্রহী শাক দলের নেতা, কর্মীরা।

আরও পড়ুন- Laxman Seth: লক্ষ্মণের জার্সি বদল কার্যত চূড়ান্ত

পিকে-কে সঙ্গী করে শুধু ভোট বৈতরণী পারই নয়। মমতার পরে কার্যত দলের তরফে শীর্ষ নেতৃত্ব হিসাবে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন অভিষেক। ঘুরেছেন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের ধ্বস্ত এলাকা। বাঁধ নির্মাণ নিয়ে সামলেছেন ক্ষতিগ্রস্তদের ক্ষোভ। সময়ের সঙ্গে উন্নয়নের চাকা গড়াবে বলে কথা দিয়েছে। ফলে কদর বাড়ছে তৃণমূলের এই যুব নেতার।তৃণমূল নেতা-কর্মীদের উদ্যোগে সোশাল মিডিয়ায় নতুন ট্রেন্ড, ‘হ্যাশট্যাগ মানুষের পাশে অভিষেক’। 'দিদি'র পর ক্রমশ দলের মুখ হয়ে উঠছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ছে পরিসর। যা সংগঠনে নেত্রীর বিকল্প হিসাবে তাঁর আরও গুরুত্ব বৃদ্ধির ইঙ্গিত।

ঘাস-ফুলের একাংশের মতে, ২০২৪ সালে লোকসভার ভোট রয়েছে। ২১শের ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কেই কার্যত বিরোধী মুখ হিসাবে তুলে ধরা শুরু হয়েছে। সোশাল মিডিয়াতেও যা ট্রেন্ডিং। এই প্রেক্ষাপটে বাংলার মুখ্যমন্ত্রী থাকলেও ক্রমেই জাতীয় রাজনীতিতে ব্য়স্ত হয়ে পড়বেন মমতা। তখন অভিষেকেরই রাজ্য সংগঠনের হাল ধরার সম্ভাব্য প্রবল। তাই এই যুব নেতাকে আগেই দলের গুরু দায়িত্বে এনে পরিস্থিতি সহজ করতে আগ্রহী তৃণমূল নেতারা।

আরও পড়ুন- অবসরের পর আমলাদের পুনর্নিয়োগে ভিজিল্যান্সের ছাড়পত্র আবশ্যিক, কড়া নিয়ম কেন্দ্রে

কিন্তু, সবটাই আপাতত নির্ভর করছে নেত্রীর উপর। দলে অভিষেকের আরও গুরু পদ পাওয়ার বিষয়টি চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যাই।

এদিকে 'এক ব্যক্তি-এক পদ' নীতির জেরে তৃণমূলে একাধিক জেলা সভাপতি পদ খোয়াতে পারেন। সূত্রের খবর, তালিকায় রয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, স্বপণ দেবনাথ, সৌমেন মহাপাত্র সহ আরও বেশ কয়েকজন। ফলে একদিকে অভিষেক ইস্যু, অন্যদিকে সংগঠনে ব্যাপক রদবদলের প্রেক্ষিতে নজরে শনিবার তৃণমূলের মেগা মিটিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee abhishek banerjee west bengal politics
Advertisment