/indian-express-bangla/media/media_files/2025/03/24/5Kv6lKLqrc4rvhc8J2iL.jpg)
একনাথ শিন্ডেকে নিয়ে 'কমেডি'! চরম বিপাকে কৌতুক অভিনেতা কুণাল কামরা
Kunal Kamra on Eknath Shinde: একনাথ শিন্ডেকে নিয়ে 'কমেডি'! চরম বিপাকে কৌতুক অভিনেতা কুণাল কামরা। কৌতুক অভিনেতা কুণাল কামরার মন্তব্য ঘিরে মহারাষ্ট্রে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে 'আপত্তিকর মন্তব্য' করার পর দলীয় কর্মীরা তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কামরা "দিল তো পাগল হ্যায়" ছবির একটি গানের প্যারোডির মাধ্যমে উপ-মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। যাকে কেন্দ্র করে আগুন জ্বলছে মহারাষ্ট্রের রাজনীতিতে।
কৌতুক অভিনেতা কুণাল কামরার মন্তব্যে মহারাষ্ট্রের রাজনীতি সরগরম। বিপুল সংখ্যক শিবসেনা কর্মী ইউনিকন্টিনেন্টাল ক্লাবে পৌঁছে ভাঙচুর চালায়। অভিযোগ, কুণাল কামরা এই ক্লাবে একনাথ শিন্ডের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, শিন্দে গোষ্ঠীর নেতা রাহুল কানাল মুম্বইয়ের খার থানায় কামরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযোগ করা হয়েছে যে,সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে কমেডিয়ান কুণাল কামরা উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
চনমনে দিলীপ! জমিয়ে দেখছেন IPL, ইডেনে সৌরভ-জয় শাহের সঙ্গে ছবি তুলে পোস্ট
সোমবার মুম্বই পুলিশ কৌতুক অভিনেতা কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। মুম্বই পুলিশের এই শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে ধারা ৩৫৩(১)(খ) এবং ৩৫৬(২) (মানহানি) এর অধীনে মামলা করা হয়েছে। ওই কর্মকর্তার মতে, প্রায় ২ মিনিটের ভিডিওটিতে কামরা ক্ষমতাসীন এনসিপি এবং শিবসেনাকেও উপহাস করেছেন। মামলাটি তদন্তাধীন।
পুলিশ জানিয়েছে, শিবসেনা কর্মীরা মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলে ভাংচুর চালিয়েছে। এই হোটেলেই কামরা একটি অনুষ্ঠানে একনাথ শিন্ডেকে 'বিশ্বাসঘাতক' বলে উপহাস করেছিলেন বলে অভিযোগ।
কুণাল কামরা তার শো চলাকালীন উপ-মুখ্যমন্ত্রী শিন্ডেকে নিয়ে 'মজা' করেছিলেন। কামরা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম এক্স-এ ভিডিও ক্লিপটি শেয়ার করেন। তারপরই পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে। কামরা শো' চলাকালীন ২০২২ সালে একনাথ শিন্ডের বিদ্রোহের কথা উল্লেখ করেছিলেন।
নাগপুর হিংসাতেও যোগীর বুলডোজার মডেল! গুঁড়িয়ে দেওয়া হবে হিংসার 'মাস্টার মাইন্ডের' বাড়ি
রবিবার কৌতুক অভিনেতা কুণাল কামরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পর মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে, কুণাল কামরা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নাম না করেই তাঁর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। এই ঘটনাকে "একনাথ শিন্ডেকে অপমান করার ষড়যন্ত্র" বলে দাবি করেছে শিবসেনা।