Dilip Ghosh: চনমনে দিলীপ! জমিয়ে দেখছেন IPL, ইডেনে সৌরভ-জয় শাহের সঙ্গে ছবি তুলে পোস্ট

IPL 2025-Dilip Ghosh: গত শনিবার থেকে শুরু হয়েছে এবারের IPL। সেই ম্যাচ দেখতেই ইডেনে গার্ডেন্সে গিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

IPL 2025-Dilip Ghosh: গত শনিবার থেকে শুরু হয়েছে এবারের IPL। সেই ম্যাচ দেখতেই ইডেনে গার্ডেন্সে গিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
IPL 2025 Dilip ghosh meets with sourav ganguly and jay shah,আইপিএল ২০২৫ দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় জয় শাহের

Dilip Ghosh: ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গে দেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করেছেন দিলীপ ঘোষ নিজেই।

Dilip ghosh meets with sourav ganguly and jay shah: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মাঝে কিছু সময় যেন 'বিরতি' নিয়েছিলেন। তবে ফিরে এসেই ফের পুরনো মেজাজেই প্রাক্তন বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি। IPL-এর প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলা দেখতে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন দিলীপ ঘোষ।

Advertisment

ফের হঠাৎ করেই যেন খবরের শিরোনামে উঠে এসেছেন বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। দিন কয়েক আগেই খড়্গপুরে তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল। খড়্গপুরে তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়ে দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছিল রাজ্যের শাসকদল। তবে এসব কাণ্ডে বিশেষ নজর দেন না দিলীপ। বরং তিনি আছেন নিজের মেজাজেই।

গত শনিবার কলকাতায় আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দেখা হয় প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়।

আরও পড়ুন- Fan Touches Virat’s Feet:ইডেনে বিরাটের পা ছুঁয়ে প্রণাম, বাড়িতে কী বলে কলকাতায় রওনা দিয়েছিলেন যুবক?

Advertisment

পরে ফেসবুকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন দিলীপ ঘোষ।। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "গতকাল ইডেন গার্ডেনে ক্রিকেটের মহারাজা সৌরভ গাঙ্গুলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। ফুটবল-প্রেমী বাঙালিকে ক্রিকেটের সঙ্গে বন্ধুত্ব করিয়ে, ভারতকে বিশ্ব ক্রিকেটের সিংহাসনে বসানোয় তার অবদান অনস্বীকার্য।"

আরও পড়ুন- West Bengal News Live:'BJP ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ৩ হাজার', বড়সড় প্রতিশ্রুতি শুভেন্দুর

গত শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএল-এর প্রথম ম্যাচে হাজির ছিলেন আইসিসি প্রেসিডেন্ট তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। জয় শাহের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাৎ পর্বের একটি ছবি ফেসবুকেও পোস্ট করেছেন দিলীপ।

আরও পড়ুন- Kolkata Weather Today:চৈত্রের বৃষ্টিতে শীতের শিরশিরানি ফিরেছিল বঙ্গে, আজ থেকেই আবহাওয়ায় বড় বদল

সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, "আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দেখতে উপস্থিত ছিলাম। ময়দানে উপস্থিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান জয় শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল। দুটি শক্তিশালী দলের ম্যাচ জমে উঠেছে। ক্রিকেট পাগল দর্শকে ভরা গ্যালারি। আশা করি আগামীদিনেও দুর্দান্ত জমে উঠবে আইপিএল।"

IPL news of west bengal news in west bengal Jay Shah Eden Gardens dilip ghosh Sourav Ganguly Bengali News Today