Advertisment

সিএএ নিয়ে অপপ্রচার করে হিংসা ছড়াচ্ছে বিরোধীরাই: শাহ

‘‘আমি আজ আবারও বলছি, একজন মুসলিমেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না এই আইনে, দেশের কোনও সংখ্যালঘুরই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, অমিত শাহ, সিএএ, অমিত শাহ সিএএ, amit shah on caa, ভুবনেশ্বরে অমিত শাহ, শাহ সিএএ, amit shah odisha, amit shah indian express, amit shah delhi violence, অমিত শাহ দিল্লি হিংসা

অমিত শাহ। ছবি: টুইটার।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীরা বিভ্রান্তি রটিয়ে দেশে হিংসা ছড়াচ্ছ। দিল্লিতে হিংসার আবহেই এ ইস্যুতে বিরোধীদের কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ভুবনেশ্বরের সভায় সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের একহাত নিয়ে প্রাক্তন বিজেপি সভাপতি বলেন, ‘‘নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ, এই আইনে কারও থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না...দেশের কোনও মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না’’।

Advertisment

ঠিক কী বলেছেন অমিত শাহ?

দিল্লিতে হিংসার আবহে এদিন ভুবনেশ্বরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বসপা, সপা, কমিউনিস্ট, কংগ্রেস, মমতা দিদিরা সিএএ-র বিরোধিতা করছেন। কারণ তাঁরা বলছেন, সংখ্যালঘুরা নাগরিকত্ব হারাবেন। কেন তাঁরা মিথ্যা কথা বলছেন? নাগরিকত্ব দেওয়ার আইন সিএএ, নাগরিকত্ব কেড়ে দেওয়ার আইন নয় এটা’’।

আরও পড়ুন: দিল্লিতে মৃত বেড়ে ৪২,

এরপরই শাহ বলেন, ‘‘আমি আজ আবারও বলছি, একজন মুসলিমেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না এই আইনে, দেশের কোনও সংখ্যালঘুরই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না’’।

আরও পড়ুন: শাহ ভোজ! রায়তা অচ্ছা লগা: মমতা

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব দিল্লিতে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪২ জন, জখমদের সংখ্যা শতাধিক। এমন প্রেক্ষাপটে ভুবনেশ্বরের সভায় গিয়ে সিএএ ইস্যুতে বিরোধীদের দিকেই যেভাবে আঙুল তুললেন অমিত শাহ, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah caa
Advertisment