সল্টলেকে বিজেপি সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের পুজো উদ্বোধনের কথা। যাকে কেন্দ্র করে উদ্যোক্তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। সল্টলেক বিজে ব্লক পুজো কমিটির সম্পাদকের দাবি, অমিত শাহ পুজো উদ্বোধনে করবেন তা তিনি জানেন না। অন্যদিকে, পুজো কমিটির সভাপতি জানান, সবাইকে জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহই।
পুজোয় রাজনীতির প্রবেশ ঘিরেই দ্বন্দ্ব চরমে। কর্তাদের একাংশ চান না পুজো ঘিরে রাজনীতি হোক। সল্টলেক বিজে ব্লক পুজো কমিটির সম্পাদক অনিন্দ্য সিনহা রায় বলেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধন করতে আসছেন তা আমার ও কমিটির অন্যন্য সদস্যদের জানা নেই। হতে পারে, সভাপতি অমিত শাহকে আমন্ত্রণ করেছেন। কিন্তু, তা আমাদের জানা নেই। এই ধরণের ঘটনায় আমরা অপমানিত। আমাদের এবিষয়ে অন্ধকারে রাখাটা মারাত্মক অন্যায় কাজ।' এরপর তিনি জানান, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজোর উদ্বোধনে এলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু, বিজেপি সভাপতি হয়ে এলে সমস্যা রয়েছে। কারণ, আমরা চাইছি না এই পুজোয় কোনও রাজনীতির রং লাগে যাক।'
আরও পড়ুন: “কাশ্মীরে কোথায় নিষেধাজ্ঞা”?
কমিটির অভ্যন্তরে দ্বন্দ্ব যতই থাকুক, বিজে ব্লক পুজো কমিটির সভাপতি অবশ্য বলছেন, '১লা অক্টোবর পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। তাঁর সম্মতিও মিলেছে।' তাঁর ব্যাখ্যা, 'বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নয়, এখানে অমিত সাহ পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী হিসাবেই। যিনি এই বিভ্রান্তি সৃষ্টি করছেন তিনিও সেদিনের বৈঠকে হাজির ছিলেন যখন এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। উনি এক বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন। আমাদের পুজোয় কোনও রাজনৈতিক প্রভাব নেই। আমরা এখানকার সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদেরও আমন্ত্রণ জানিয়েছি।' তাঁর সাফাই, 'সুরক্ষার কারণেই সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করা সম্ভব হয়নি।'
আরও পড়ুন: মোদীর মুখে ‘মন কী বাত’-এ এবার উঠে এলেন মেদভেদভ, কীভাবে?
প্রসঙ্গত, বিজে ব্লকের পুজোর উদ্বোধনে আমন্ত্রিত, বিধাননগরের বিধায়ক সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তবে, আমন্ত্রণে তাঁরা সাড়া দেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে।
পুজোর দখল ঘিরে তৃণমূলের কাছে মাথা নত করতে হয়েছে গেরুয়া শিবিরকে। পরিসংখ্যান বিচার করে মত রাজনৈতিক বিশ্লেষকদের। মানরক্ষায় তাই, দলের সভাপতির এই পুজো উদ্বোধনকেই পাখির চোখ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পিছন ফিরে দেখতে নারাজ তাঁরা। পুজো উদ্যোক্তাদের দ্বন্দ্বকে আমল না দিয়ে রাজ্য বিজেপিরর সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর দাবি, 'কেউ কেউ বিভ্রান্তু ছড়ানোর চেষ্টা করছে, তবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় পুজোর উদ্বোধন করবেন।'
Read the full story in English