Amit Shah in JK: জনগণই সিদ্ধান্ত নেবে কে সরকার গঠন করবে! জম্মু-কাশ্মীর নির্বাচনের আগে এদিন প্রচারে কার্যত ঝড় তুলে কংগ্রেসকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথম বিজেপির দলীয় কর্মীদের সভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, " আগে, অন্য কেউ সিদ্ধান্ত নিত এখানে কে সরকার গঠন করবে, কিন্তু এবার, এই সিদ্ধান্ত জম্মুর মানুষ নিজেরাই নেবেন" ।
এই সময়ে, তিনি কাশ্মীরের যুবকদের ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোটকে ভোট না দেওয়ার জন্য আবেদন জানান। , তিনি আশঙ্কা প্রকাশ করেন ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট উপত্যকার শান্তিকে নষ্ট করবে, জঙ্গিবাদকে ফিরিয়ে আনতে পারে"। অমিত শাহ এদিনের ভাষণে পাকিস্তান, সন্ত্রাসবাদ, জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়ে স্পষ্ট কথা বলেছেন।
বিধানসভা নির্বাচনের আগে শাহের জম্মু ও কাশ্মীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং পিডিপিকে তীব্র নিশানা করেন। নির্বাচনী সমাবেশে, অমিত শাহ জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা এবং ৩৭০ ধারা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ফারুক আবদুল্লাহকে মানুষ ভোট না দিলে জম্মু-কাশ্মীরের উন্নয়ন কার্যত স্তব্ধ হয়ে যাবে।
Nitish Kumar: নাড্ডার উপস্থিতিতে 'ক্ষমা' চাইলেন নীতীশ, 'লালু-রাবড়ি রাজকে' নিশানা
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন। রাহুল গান্ধীকে প্রশ্ন করে তিনি বলেন, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাহুল গান্ধীর নেই? এই মর্যাদা শুধু ভারত সরকারই দিতে পারে, প্রধানমন্ত্রী মোদীই দিতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেস, আবদুল্লাহ ও মুফতি পরিবার জম্মু ও কাশ্মীরকে লুট করেছে। এই নির্বাচন জম্মু ও কাশ্মীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Brij Bhushan: সবটাই স্ক্রিপ্টেড ড্রামা! ভিনেশ-বজরং-র কংগ্রেসে যোগদান নিয়ে গর্জে উঠলেন ব্রিজভূষণ
অমিত শাহের ভাষণের গুরুত্বপূর্ণ পয়েন্ট-
-কংগ্রেস ও আবদুল্লাহ পরিবার মহারাজা হরি সিংকে সম্মান দেয় নি। তাঁকে যোগ্য সম্মান জানানোর কাজ করেছে বিজেপি।
-ভারতীয় জনতা পার্টি বেছে বেছে সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে কাজ করেছে। বহু বছর পর শঙ্কাহীন পরিবেশে অমরনাথ যাত্রা সংগঠিত হয়েছে।
-ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় এলে সন্ত্রাসের আবহ ফিরে আসবে উপত্যকায়। বিজেপি ক্ষমতায় এলে এখানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার ক্ষমতা কারুর নেই।
-জম্মুর জনগণই ঠিক করবে কারা পরবর্তী সরকার গঠন করবে।
-আমি শপথ করছি যে আমরা ৩৭০ ধারা ফিরিয়ে আনতে দেব না।
-শান্তি না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়।
-কংগ্রেস, আবদুল্লাহ ও মুফতি পরিবার জম্মু-কাশ্মীর লুট করেছে।
-নির্বাচনের পরে, আমরা জম্মু ও কাশ্মীরকে উপযুক্ত সময়ে বিশেষ রাজ্যের মর্যাদা প্রদান করব।