Advertisment

Brij Bhushan: সবটাই স্ক্রিপ্টেড ড্রামা! ভিনেশ-বজরং-র কংগ্রেসে যোগদান নিয়ে গর্জে উঠলেন ব্রিজভূষণ

Vinesh Phogat Join Congress: শুক্রবার মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের কংগ্রেসে যোগদানের প্রতিক্রিয়া জানিয়ে, ভারতীয় রেসলিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং দাবি করেছেন....

author-image
IE Bangla Web Desk
New Update
Vinesh Phogat Join Congress:

Vinesh Phogat Join Congress:  "সবটাই কংগ্রেসের স্ক্রিপ্টেড ড্রামা" ! ভিনেশ ফোগাটের কংগ্রেসের যোগদান নিয়ে এভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং।  হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় রেলের চাকরি থেকে পদত্যাগ করেছেন এবং শুক্রবার কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেসে যোগ দিয়েই তিনি বলেছিলেন যে প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সেই সঙ্গে তিনি এও বলেছেন, বিজেপি ছাড়া সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের সময় সমস্ত দল কুস্তিগীরদের পাশে এসে দাঁড়িয়েছিল।

Advertisment

ব্রিজ ভূষণের বড় দাবি


শুক্রবার মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের কংগ্রেসে যোগদানের প্রতিক্রিয়া জানিয়ে, ভারতীয় রেসলিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং দাবি করেছেন তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের আন্দোলনের পিছনে ছিল কংগ্রেসের গভীর ষড়যন্ত্র। তিনি এও বলেছেন, গোটা প্রতিবাদ আন্দোলনটাই কংগ্রেসের তরফে 'স্পনসর' করা হয়েছিল। এক অনুষ্ঠানে তাঁর ভাষণে প্রাক্তন সাংসদ আরও বলেন, "যখন মহিলা কুস্তিগীররা আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল সেই সময়েই আমি বলেছিলাম সবটা ভিত্তিহীন এবং এটা কংগ্রেসের ষড়যন্ত্র। হরিয়ানা কংগ্রেসে নেতা দীপেন্দ্র হুডা এবং ভূপেন্দ্র সিং হুডা  আমার ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি প্রথম দিন যা বলেছিলাম, আজও তাই বলছি।

Sunita Williams: সুনিতাকে ছাড়াই পৃথিবীতে ফিরল মহাকাশযান, দেখুন রুদ্ধশ্বাস সেই অবতরণের মুহূর্ত!

হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, ফোগাট ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারতীয় রেলের চাকরি থেকে পদত্যাগ করেন এবং শুক্রবার কংগ্রেসে যোগ দেন। ফোগাট ছাড়াও প্রাক্তন অলিম্পিয়ান বজরং পুনিয়াও কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস তার অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেলে ফোগাট এবং পুনিয়ার সাথে রাহুল গান্ধীর একটি ছবি শেয়ার করেছে। দিল্লিতে দলের সদর দফতরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে কংগ্রেসে যোগদানের পরে, ফোগাট বলেছিলেন, "দুঃসময়ে যখন আমরা যখন রাস্তায় নেমে আন্দোলন করেছি, তখন বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দল আমাদের আন্দোলনকে সমর্থন করেছিল"।

Subodh Sarkar: আরজি কর ইস্যুতে মুখ খুললেন তৃণমূলপন্থী কবি সুবোধ সরকার, স্পষ্ট করলেন অবস্থান

প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন ভিনেশ ফোগাট। সেই সময় ব্রিজভূষণ ভারতীয় রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তিনি যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে বলেন,  “১৯৯৬ সালেও আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। তখন আমার স্ত্রী কেতকী সিং সাংসদ ছিলেন। ষড়যন্ত্রে শিকার হয়ে আমি তিহার জেলে বন্দী ছিলাম এর পরে, ২০২৩ সালেও আমার বিরুদ্ধে ফের এক ষড়যন্ত্র হয় এবং আমার জায়গায় আমার ছোট ছেলে করণ ভূষণ সিং সাংসদ নির্বাচিত হন"। উল্লেখ্য সদ্য সমাপ্ত লোকসভা  নির্বাচনে মহিলা কুস্তিগীরদের অভিযোগের পর বিজেপি কায়সারগঞ্জ থেকে ব্রিজভূষণ শরণ সিংকে টিকিট না দিয়ে তার ছেলে করণ ভূষণ সিংকে প্রার্থী করে।

ব্যস্ত রাস্তায় মহিলাকে ধর্ষণ! দূরে দাঁড়িয়ে ঘটনার ভিডিও করলেন পথচারীরা, বীভৎসতায় শিউরে উঠল দেশবাসী

CONGRESS rahul gandhi Vinesh Phogat
Advertisment