এ যেন একেবারে সেয়ানে সেয়ানে টক্কর! একুশের মহাযুদ্ধের আগে অমিত শাহের বঙ্গ সফর ঘিরে তৃণমূল বনাম বিজেপি টানটান লড়াইয়ে জমজমাট রাজ্য় রাজনীতি। ‘ভাইপোকে মুখ্য়মন্ত্রী বানাতে চান মমতা’, শাহের এই মন্তব্য়ের কয়েকঘণ্টার মধ্য়েই জয় শাহের প্রসঙ্গ টেনে পাল্টা তির ছুড়ে দিল মমতা বাহিনী। ‘‘জয় শাহের কী এমন যোগ্য়তা রয়েছে, যে উনি হঠাৎ ভারতে ক্রিকেট প্রশাসকের পদ পেলেন? কী ম্য়াজিক ফর্মুলার জন্য় উনি বিসিসিআই সচিব হলেন?’’ এমন প্রশ্নই তুলেছে তৃণমূল শিবির।
তৃণমূলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উনি(অমিত শাহ) কেন বারবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ব্য়ক্তিগত অভিযোগ করেন, যখন জানেন, তার কোনও ভিত্তি নেই? জয় শাহের কী এমন যোগ্য়তা রয়েছে, যে উনি হঠাৎ ভারতে ক্রিকেট প্রশাসকের পদ পেলেন? কী ম্য়াজিক ফর্মুলার জন্য় উনি বিসিসিআই সচিব হলেন?’’।
উল্লেখ্য়, এর আগে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বিঁধে শাহ বলেছেন, ‘‘দিদির একমাত্র লক্ষ্য় ভাইপোকে মুখ্য়মন্ত্রী বানানো। আপনারা ঠিক করুন, কী চান? পরিবারতন্ত্র না অধিকারতন্ত্র?’’।
আরও পড়ুন: ২০০-র ওপর আসনে জয় নিশ্চিত, ফোকাস বাংলাইঃ অমিত শাহ
২ দিনের বাংলা সফরে এসে মমতা সরকারের ‘মৃত্য়ুঘণ্টা বেজেছে’ বলে সোচ্চার হয়ে মোদী সেনাপতি জোর গলায় বলেছেন, ২০০টি আসন হাতে ভরতে চলেছে বিজেপি। পাল্টা মাঠে নেমে শাহের ‘ভুল ভবিষ্য়ৎবাণী’ কার্যত স্মরণ করিয়ে ২০১৫ সালের বিহার, দিল্লি নির্বাচনের কথা টেনে আনল মমতা বাহিনী।
তৃণমূলের তরফে এক বিবৃতিতে অমিত শাহকে তুলোধনা করে বলা হয়েছে, ‘‘বাংলায় ২০০ আসন পাওয়ার ঘোষণা করেছেন অমিত শাহ। ওঁর ভবিষ্য়ৎবাণী কেমন, তা আগেই দেখেছে মানুষ। অতীতে, ২০১৫ সালে বিহার, দিল্লি নির্বাচন, গুজরাত, রাজস্থান, মধ্য়প্রদেশ, ছত্তীসগড়ে ওঁর ভবিষ্য়ৎবাণী , ওঁর সংখ্য়া পুরোপুরি ভুল হয়েছে’’।
আরও পড়ুন: সৌরভ না শুভেন্দু? মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন অমিত শাহ
এরপরই বাংলা জয়ে শাহের টার্গেটকে একহাত নিয়ে ঘাসফুল শিবিরের দাবি, ‘‘২০২১ সালে বাংলায় ফের মানুষ দেখবে। বিশ্রাম নিন। ভারতকে রক্ষা করতে বাংলা বরাবরই এগিয়ে যাবে’’।
বিজেপি শীর্ষ নেতাকে নিশানা করে মমতার দলের সুর সপ্তমে তুলে বলেছে, ‘‘আবারও মিথ্য়ার ঝুরি নিয়ে বাংলায় এলেন অমিত শাহ। বাংলাকে হেয় করার, অপমান করার মিশন অব্য়াহত। বাংলার মানুষ লড়তে তৈরি। বাংলার মানুষ চ্য়ালেঞ্জ গ্রহণ করবে’’।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন