Advertisment

‘হনুমানজির কৃপায় জিতেছি, স্ত্রীর জন্মদিনে কেক খেলাম, আপনাদেরও খাওয়াব’

‘‘পবনপুত্র হনুমানজিকে অশেষ ধন্যবাদ। ওঁর কৃপায় জয় পেয়েছি। প্রার্থনা করব, যেন আমাদের আরও শক্তি দেন, যাতে দিল্লিবাসীর সেবা করতে পারি’’।

author-image
IE Bangla Web Desk
New Update
Arvind Kejriwal, অরবিন্দ কেজরিওয়াল, কেজরি, কেজরিবাল, কেজরিওয়াল, Arvind Kejriwal news, দিল্লির মুখ্যমন্ত্রী, Arvind Kejriwal latest news, কেজরির খবর, কেজরির বার্তা, কেজরিওয়ালের খবর, Arvind Kejriwal reaction, Arvind Kejriwal aap, aap, আপ, দিল্লির ফল, দিল্লির ভোটের ফল, কেজরির স্ত্রীর জন্মদিন, কেজরি হনুমানজি, delhi election results, Arvind Kejriwal press conference, Arvind Kejriwal hanumanji,Arvind Kejriwal wife birthday

অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

‘এটা শুধু দিল্লিবাসীর জয় নয়, ভারতমাতার জয়, গোটা দেশের জয়’, ফের দিল্লির কুর্সিতে বসে এ ভাষাতেই জয়ের আনন্দ ব্যক্ত করলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির জয়ের সাফল্য বলতে গিয়ে এদিন পবনপুত্র হনুমানজিকেও ধন্যবাদ জানালেন কেজরি। সেইসঙ্গে নিজের স্ত্রীর জন্মদিনের প্রসঙ্গ টেনে দিল্লির মুখ্যমন্ত্রী হেসে বললেন, ‘‘আজ আমার স্ত্রীর জন্মদিন। আমি তো কেক খেলাম, এবার আপনাদেরও খাওয়াব’’।

Advertisment

ঠিক কী বলেছেন অরবিন্দ কেজরিওয়াল?

দিল্লিতে আবারও ক্ষমতায় আপ সরকার। জয়ের পর সাংবাদিক বৈঠকে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘‘এটা দিল্লিবাসীর জয়। যাঁরা আমাকে ছেলে ভেবে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, এটা তাঁদের জয়। আজ নতুন রাজনীতির জন্ম হয়েছে। উন্নয়নের রাজনীতি। যে স্কুল বানিয়েছে, যে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিয়েছে, তাকে ভোট দিয়েছে দিল্লির মানুষ। এ ধরনের রাজনীতি দেশের জন্য শুভ। এই উন্নয়নের রাজনীতি দেশকে এগিয়ে নিয়ে যাবে’’।

আরও পড়ুন: বিভাজনের রাজনীতি সত্ত্বেও বিজেপি পরাজিত, খুব খুশি: মমতা

অসংখ্য অনুগামীদের জয়োল্লাসের মধ্যেই এদিন কেজরি বলেন, ‘‘আজ আমার স্ত্রীর জন্মদিন’’। দিল্লির মুখ্যমন্ত্রীর মুখে একথা শোনার পরই আপ কর্মী-সমর্থকরা জয়োধ্বনি দিতে থাকেন। এরপরই হেসে কেজরি বলেন, ‘‘আমি তো কেক খেয়েছি, এবার আপনাদেরও খাওয়াব’’।

আরও পড়ুন: ২০২১ রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে আপ

এদিন দিল্লির জয়ের কথা বলতে গিয়ে হনুমানজির নাম নেন কেজরি। এ প্রসঙ্গে আপ প্রধান বলেন, ‘‘আজ মঙ্গলবার। হনুমানজির দিন। পবনপুত্র হনুমানজিকে অশেষ ধন্যবাদ। ওঁর কৃপায় জয় পেয়েছি। প্রার্থনা করব, যেন আমাদের আরও শক্তি দেন, যাতে দিল্লিবাসীর সেবা করতে পারি। আরও যেন সুন্দর শহর গড়তে পারি দিল্লিতে’’। উল্লেখ্য, ক’দিন আগে হনুমান চালিশা পাঠ করতে দেখা গিয়েছিল কেজরিকে, যা ঘিরে বিতর্ক হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Arvind Kejriwal
Advertisment