scorecardresearch

মমতার কপালে চিন্তার ভাঁজ, বাংলায় আসছে নতুন রাজনৈতিক দল

২০২১-এর ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে এআইএমআইএম।

মমতার কপালে চিন্তার ভাঁজ, বাংলায় আসছে নতুন রাজনৈতিক দল
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন বা এআইএমআইএম। ২০২১-এর ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে এআইএমআইএম। গত মাসেই বাংলা বিহার সীমানায় অবস্থিত কিষানগঞ্জ উপনির্বাচনে জয় পেয়েছে এই দলের প্রার্থী। এরপরই বাংলায় সংগঠন বিস্তারে আরও জোর দিয়েছে ওয়াইসির দল।

আরও পড়ুন: রাজ্যপাল ‘মৌচাকে ঢিল’ মারায় হুল ফোটালেন ‘মৌমাছি’ চন্দ্রিমা

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে ফোনে এআইএমআইএম-র মুখপাত্র তথা দলের তরফে বাংলার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অসিফ ওয়াকার বলেন, ‘পশ্চিমবঙ্গের সব গ্রামেই আমাদের দলের অস্তিত্ব রয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে আমরা লড়াই করব। এই প্রথমবারের জন্য সব আসনেই প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে আমাদের।’

আরও পড়ুন: পাঁচ রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের সিদ্ধান্ত মোদী সরকারের

ইতিমধ্যেই নাম না করে বাংলায় এআইএমআইএম-র সংগঠন বিস্তার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাব দিতে অবশ্য ২৪ ঘন্টাও দেরি করেননি দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। এরই মাঝে এআইএমআইএম-র মুখপাত্রের দাবি ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইদানীং এ রাজ্যে মুসলমানদের ভোটের সিংহভাগই যায় তৃণমূলের ঝুলিতে। তবে, এআইএমআইএম বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে তৃণমূলের আধিপত্য কতদূর অটুট থাকবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে?

আরও পড়ুন: মমতাকে চরম জবাব মুসলিম সংগঠনের নেতার

উল্লেখ্য, সোমবার কোচবিহারে তৃণমূলের একটি কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনীতিতে হিন্দু চরমপন্থার মতোই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। ওই গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।’

মমতার এই মন্তব্যের জবাবে মঙ্গলবার আসাউদ্দিন ওয়াইসি টুইটে জানান, ”এআইএমআইএম বাংলায় পোক্ত হচ্ছে। আমাকে নিশানা করে আপনি বাংলার মুসলমানদের এই বার্তাই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ও হতাশা ভুগছেন।” তাঁর সংযোজন, ”বাংলার সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, তা উন্নয় সূচকের নিরিখেই স্পষ্ট।” মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে ওয়াইসির প্রশ্ন, ”কীভাবে বাংলায় ১৮টি আসন পেল বিজেপি?” বাংলায় কোনও সরকারই সংখ্যালঘু মুসলমানদের স্বার্থের দিকে নজর দেয়নি বলেও অভিযোগ এআইএমআইএম-এর মুখপাত্র অসিফ ওয়াকারের। তাঁর কথায়, ‘আমরাই একমাত্র মুসলমানদের আধিকারের জন্য লড়াই করব।’ ওয়াকারের দাবি, তাঁদের দল বাংলায় তৃণমূলস্তরে দ্রুত পোক্ত সংগঠন গড়ে তুলছে।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Asaduddin owaisis aimim paln to contest all seats in 2021 assembly polls in bengal