/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/abhishek-b1.jpg)
বাংলায় বৃহস্পতিবার জেপি নাড্ডা-মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় তরজার কয়েক ঘন্টা পরই নতুন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। এমনকী তাণ্ডব চালানো হয় চাণক্যপুরীর বঙ্গভবনেও।
সূত্রের খবর, প্রথমে অভিষেকের বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতীরা, এরপর বাইরের দেওয়াল ও নেমপ্লেটে কালিও লেপে দেওয়া হয়। বঙ্গভবনেও একই কায়দায় হামলা করা হয় বলে খবর। তৃণমূলের তরফে অভিযোগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি। যদিও ভারতীয় জনতা পার্টির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
আরও পড়ুন, বাংলায় রাষ্ট্রপতি শাসন নয়, গণতান্ত্রিক পথেই উৎখাত মমতা সরকারকে
এই ঘটনার পরই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বঙ্গভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান হামলাকারীরা বিজেপির সমর্থক। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ দুষ্কৃতীকে।
আরও পড়ুন, ‘ভোটের ফল বেরলে মানসিক ভারসাম্য হারাবেন, স্বাস্থ্যসাথী করিয়ে রাখুন’, দিলীপকে খোঁচা অভিষেকের
উল্লেখ্য, বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার পথে দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে প্রবল বিক্ষোভের মুখে জেপি নাড্ডার কনভয়। গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টিও হয়। এরপরই একুশের মহারণের আগে মমতার ভাইপো অভিষেকের কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানিয়ে দেন ‘ডায়মন্ড হারবারে পদ্মফুল ফোটাব…মমতাদি আপনার সরকার চলে যাবে’।
নাড্ডার এই মন্তব্যর জবাবে পাল্টা মমতাও বলেন, "”বেচারা কী করবেন, বুধবার প্রচার পাননি, তেমন ভিড় হয়নি সভায়। তাই আজ গুন্ডাদের সঙ্গে নিয়ে গিয়েছেন প্রচারসভা করতে। নিজেরা নাটক করে ঘটনা ঘটিয়ে তৃণমূলের উপর দোষ দিচ্ছে। ওদের সাজানো না হলে কীভাবে ঠিক ওই মুহূর্তের ছবি পেল?” মোদী-শাহের দলকে নিশানা করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি বাংলার দল নয়, দিল্লিতে গিয়ে বসে তাকুক, গুজরাটে গিয়ে বসে থাকুক।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন