Advertisment

'করোনার মতো বিজেপিও ভাইরাস, ৩০-এ দিন প্রথম ডোজ, ২৪-এ দ্বিতীয়', বললেন অভিষেক

আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবার পাশাপাশি দিনহাটায় উপনির্বাচন। ২ নভেম্বর উপনির্বাচনের ফল ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
Tripura police directs to move Abhisek Banerjees rally in other place

অভিষেকের সভার স্থান বদলের নির্দেশ ত্রিপুরা পুলিশের।

দিনহাটায় উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'করোনার মতোই বিজেপিও ভাইরাস, ৩০-এ দিন প্রথম ডোজ, ২০২৪-এ দ্বিতীয়', দলীয় প্রার্থী উদয়ন গুহর সমর্থনে প্রচারে গিয়ে এমনই মন্তব্য অভিষেকের। এরই পাশাপাশি নির্বাচনে জিতে বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা একুশের ভোটে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমালোচনায় সরব হন অভিষেক।

Advertisment

আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। শান্তিপুর, খড়দহ ও গোসাবার পাশাপাশি কোচবিহারের দিনহাটা কেন্দ্রেও উপনির্বাচন। দিনহাটায় একুশের বিধানসভা ভোটে জিতেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। তবে ভোটে জিতলেও বিধায়ক পদে শপথ নেননি নিশীথ। সাংসদ পদেই থেকে গিয়েছিলেন তিনি। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে নিশানা করেন বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। তিনি বলেন, 'বিজেপি যে কেন্দ্রে জেতে পরে সেখানে আর তাদের খুঁজে পাওয়া যায় না। মন্ত্রী হওয়ার লালসায় দিনহাটায় ইস্তফা দিয়েছেন বিজেপি প্রার্থী। বিজেপির নির্বাচিত প্রার্থী নিরুদ্দেশ। সেই জন্যই দিনহাটায় উপনির্বাচন।'

আরও পড়ুন- ১৫ নভেম্বর থেকে রাজ্যে স্কুল-কলেজ খুলছে, মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

একুশের ভোটে বাংলা দখলে মরিয়া ছিল গেরুয়া শিবির। মোদী, শাহ, নাড্ডারা রাজ্যজুড়ে একের পর এক সভায় কার্যত ঝড় তুলেছিলেন। এদিন সেই প্রসঙ্গ টেনে দিনহাটার সংহতি ময়দানের নির্বাচনী সভায় অভিষেক বলেন, 'বিজেপি প্রতিশ্রুতি দেয়, পাশে থাকে না। এখন টিকি পাওয়া যাচ্ছে না অমিত শাহ, নাড্ডার। কোচবিহারে এসে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার একটিও পালন করেননি। ভোটে হারলেও মানুষের পাশে থাকে তৃণমূল।'

দলীয় প্রার্থীকে জেতানের আহ্বান জানিয়ে এদিন অভিষেক আরও বলেন, 'দিনহাটায় এবার উদয়ন গুহকে জেতাতে হবে। মনে করুন এই কেন্দ্রের প্রার্থীও মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে বিজেপি ভোকাট্টা হবে।' বিজেপিকে করোনাভাইরাসের সঙ্গে এদিন তুলনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের শাসকদলকে তুলোধনা করে এদিন অভিষেক বলেন, 'বিজেপিও করোনার মতোই ভাইরাস। কোভ্যাক্সিন, কোভিশিল্ড করোনার ভ্যাকসিন। বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ তারিখে প্রথম ডোজ দিন। ২০২৪-এ দ্বিতীয় ডোজ দেবেন।'

আরও পড়ুন- মমতার নজরে গোয়া, শত্রুর শত্রুকে আপন করে বিজেপির বিরুদ্ধে খেলতে মরিয়া তৃণমূল

এদিন অভিষেকের নিশানা থেকে বাদ যাননি দিলীপ ঘোষও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে বিঁধে এদিন তৃণমূল সাংসদ বলেন, 'যিনি গরুর দুধে সোনার কথা বলেছিলেন, তাঁকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।' মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী দিনে দেশকে পথ দেখাবেন বলে মন্তব্য করেছেন অভিষেক। আগামী দিনে গোয়ায় তৃণমূলের নেতৃত্বে সরকার তৈরি হবে বলেও আশাবাদী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরই পাশাপাশি এদিন বাংলাদেশের ঘটনার রেশ টেনে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp bypoll Dinhata Election Campaign
Advertisment