দুর্গাপুজো ঘিরে শুরু হয়ে গেল রাজনৈজিক তরজা। কলকাতার দুর্গাপুজো কমিটিগুলিকে আয়কর নোটিস পাঠানোর বিরোধিতা জানিয়ে মঙ্গলবারই রাস্তায় নামছে তৃণমূল। এর আগে এই ইস্যুতে মমতার দলকে বিঁধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। দুর্গাপুজোর মাধ্যমেই চিটফান্ড ও কাটমানির কালো টাকা সাফ করছেন তৃণমূলের কয়েকজন নেতারা। তা প্রকাশ হওয়ার আশঙ্কাতেই তৃণমূল নেতৃত্ব আয়কর নোটিসের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা।
আরও পড়ুন: দুর্গাপুজোয় করের বিরুদ্ধে ধর্নায় বসার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের
ঠিক কী বলেছেন রাহুল সিনহা?
এ প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআইকে রাহুল সিনহা বলেন, ‘‘দুর্গাপুজো কমিটিগুলিতে টাকার উৎস যদি জানতে চায় আয়কর দফতর, তাহলে ক্ষতি কী! কয়েকটি পুজো কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতা। চিটফান্ড-কাটমানির কালোবটাকা এখানে কাজে লাগান তাঁরা। এই তথ্য প্রকাশ পেতে পারে, সেই আশঙ্কায় রয়েছে তৃণমূল’’। এ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাহুল সিনহা বলেন, ‘‘উনি যদি দুর্গাপুজো নিয়ে এতটাই ভাবেন, তাহলে মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপ্রতিমা নিরঞ্জনের কাজ বন্ধ রাখেন কেন’’। রাহুলের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণে বেশি উৎসাহ দেখান।
আরও পড়ুন: উন্নয়ন নয়, বিজেপির অ্যাজেন্ডা শুধুই রাজনীতি: মমতা
উল্লেখ্য, কলকাতার পুজো কমিটিকে আয়কর দফতরের নোটিস পাঠানোর বিরোধিতা জানিয়ে এর আগেও সরব হয়েছিলেন মমতা। গত রবিবার টুইটারে মমতা এ নিয়ে সরব হন। মমতা বলেন, ‘‘দুর্গাপুজো সবার জন্য। পুজোয় কর দিতে হবে, এটা চাই না আমরা। এটা উদ্যোক্তাদের জন্য বাড়তি বোঝা’’। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে হিন্দ সিনেমার বিপরীতে এর প্রতিবাদে ৬ ঘণ্টার ধর্নায় বসবে বঙ্গজননী কমিটি।
Read the full story in English