Advertisment

'সন্ত্রাসীদের লিডার দাদা-দিদি করল সেভ', কেষ্ট SSKM-এ যেতেই গান বাঁধলেন কবিয়াল বিধায়ক

সিবিআই দফতরে যেতে গিয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বীরভূমের তৃণমূল বিধায়ক।

author-image
Joyprakash Das
New Update
cbi appeals to sskm hospital Super to know anubrata mondal health conditions

এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি অনুব্রত মণ্ডল।

গরুপাচার কান্ডে গরহাজির অনুব্রত মন্ডলকে নিয়ে গান বেঁধে শোরগোল ফেলে দিয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। অসীমবাবু ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'দেখলাম যখন এসএসকেএম-এ ভর্তি হয়েছেন। কালো গাড়িতে নামলেন। কাঁধে হাত দিয়ে হাঁটছেন। দেখতে দেখতে গান লিখে ফেললাম।' বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক। কবি বলেন, 'বিরোধী দলনেতার ঘরে বসেই টিভিতে দেখছিলাম।'

Advertisment

'দাদা ভর্তি হয়েছে। দাদা ভর্তি হয়েছে। সিবিআইয়ের কথা শুনে শ্বাসকষ্ট তাঁর বেড়েছে। ভর্তি হয়েছে। সন্ত্রাসীদের লিডার দাদা, দিদি করল সেভ। ……' গেরুয়া শিবিরের বিধায়ক কবি অসীম সরকার গানের মাধ্যমেই পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন। তিনি বলেন, 'বিরোধী দলনেতার ঘরে আমরা ৬-৭জন বিধায়ক ছিলাম। স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। আমার ২টোয় মিটিং ছিল। গান যখন লিখলাম তখন একজন গানটা করার কথা বললেন। আমিও আনন্দে গান করলাম। যে আমার পান বানিয়ে দেয়, কৃষ্ণ তো গানের সঙ্গে টেবল চাপড়ে চাপড়ে বাজাচ্ছিল।'

আরও পড়ুন- হৃদযন্ত্রে মিলেছে সমস্যা, CBI চাইলে SSKM-এ এসে কথা বলতে পারে, চিঠিতে জানিয়েছেন অনুব্রত

এর আগেও চিটফান্ড কাণ্ডে সিবিআই তলব করায় কেউ কেউ হাসপাতালে ছুটেছিলেন। ভর্তিও হয়েছিলেন। শুধু তাই নয়, গ্রেফতার হওয়ার পর বেশিরভাগ সময়টাই কারও কারও হাসপাতালে কেটে যায়। এর আগেও সিবিআইয়ের তলবের সময় এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন অনুব্রত। অসীম সরকার বলেন, 'যতবারই দেখছি সিবিআই যাঁদের ডাকে তাঁদের শ্বাসকষ্ট না হয় হার্টে ব্যাথা উঠে যাচ্ছে। আমার যদি পাপ না থাকবে তাহলে এত কাঁপ কেন ভিতরে। এমন কায়দা দেখেই আমার মধ্যে গান এসে গেল। মানে আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলে আর সিবিআইতে হাজিরা দিতে হচ্ছে না। যতবার আমি এড়াতে পারি তারই মধ্যে আমি একটা নতুন কৌশল ফাঁদতে পারি।' কবির অভিমত, 'এসএসকেএম যেন বিশ্রামাগার।' সেখানে একটা সুন্দর জায়গা তৈরি করা আছে। যখন সিবিআই ডাকবে তখনই ওখানে গিয়ে চিৎপাৎ হয়ে থাকবে।'

গরুপাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য তথা বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল এদিন বুকে ব্য়াথা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হন। তাঁর দুই আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআইকে চিঠি দিয়ে জানিয়ে আসেন অনুব্রতর শরীর অসুস্থ। সদিচ্ছা থাকলেও তিনি আসতে পারছেন না। চিকিৎসকদের অনুমতি নিয়ে হাসপাতালে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। মোদ্দা কথা নিজাম প্যালেসে গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। সিবিআইয়ের তলবের দিন অনুব্রত হাসপাতালে ভর্তি হওয়ায় গান লিখতে উদ্বুদ্ধ হয়েছেন কবি বিধায়ক।

tmc bjp anubrata mondal SSKM Hospital
Advertisment