বাংলায় নির্বাচন ঘিরে ক্রমশই অশান্ত হচ্ছে রাজনৈতিক ময়দান। তোপ, পাল্টা তোপে বাড়ছে আঁচ। এই প্রেক্ষাপটেই জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন গেরুয়া শিবিরের সাংসদ সাধ্বী প্রজ্ঞা। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, 'মমতা অবসন্ন, কারণ তিনি জানেন যে তাঁর শাসন শেষ হতে চলেছে।'
সংবাদসংস্থা এএনআইকে পদ্ম শিবিরের এই নেত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ। তিনি বুঝতে পেরেছেন যে তাঁর শাসনের অবসান হতে চলেছে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে এবং পশ্চিমবঙ্গে হিন্দু রাজ থাকবে।"
আরও পড়ুন, অর্ধেক দেশ যেখানে অভুক্ত নতুন সংসদ ভবনের দরকার কী? মোদীকে প্রশ্ন কমল হাসানের
আরও পড়ুন, মমতাকেই আক্রমণ! দলবিরোধী কাজের জন্য বহিষ্কৃত শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতা
জেপি নাড্ডার কনভয়ে হামলার পর থেকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চরমে গিয়েছে। নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রর ডেপুটেশনে ডাকা হয়। যার পাল্টা জবাব দেয় রাজ্যসরকার। আর সেই পরিস্থিতিতে সাধ্বীর এই বক্তব্যে তোলপাড় রাজনীতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন