Advertisment

Jammu Kashmir Election: পাথরের বদলে কলম ধরেছে তরুণ প্রজন্ম, পরিস্থিতির আমূল বদলের উল্লেখ মোদীর গলায়

Modi In Jammu kashmir: জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে বিজেপির প্রতিশ্রুতির ওপর জোর দেন। পাশাপাশি তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে মানুষের সক্রিয় অংশ গ্রহণ এটাই প্রমাণ করে জনসাধারণ সেই দলগুলিকে প্রত্যাখ্যান করেছে যারা পাথর নিক্ষেপ এবং সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল।"

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
modi jammu kashmir

জনসভায় প্রধানমন্ত্রী মোদী

Modi In Jammu kashmir: পাখির নজর জম্মু-কাশ্মীরে! নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী শ্রীনগরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ায় তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি জনগণকে আশ্বাস দিয়ে বলেন, একমাত্র বিজেপি এই প্রতিশ্রুতি পূরণ করতে পারবে। তিনি জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করতে বিজেপির প্রতিশ্রুতির ওপর জোর দেন। পাশাপাশি তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে মানুষের সক্রিয় অংশ গ্রহণ এটাই প্রমাণ করে জনসাধারণ সেই দলগুলিকে প্রত্যাখ্যান করেছে যারা পাথর নিক্ষেপ এবং সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল।" 

Advertisment

আলোচনা করা হয়নি, 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' ইস্যুতে মোদী সরকারকে ধুইয়ে দিল বিরোধীরা

মোদী এদিন স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে তার সরকারের দৃষ্টিভঙ্গির কথা জনসাধারণের কাছে তুলে ধরেন। উপত্যকার মানুষকে আশ্বস্ত করে মোদী বলেন, ২০১৯ সাল থেকে জম্মু-কাশ্মীরে ইতিবাচক পরিবর্তন হয়েছে। সমস্ত স্কুল এবং কলেজ এখন স্বাভাবিকভাবে চলছে। কাশ্মীরের যুবকরা পাথর নয়, কলম হাতে তুলে নিয়েছে। স্কুল জ্বালিয়ে  দেওয়ার বদলে আমরা এখন এইমস, আইআইটি এবং অন্যান্য প্রথম সারির পরিকাঠামো নির্মাণের কথা শুনছি।”

পরোক্ষভাবে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এবং পিপলস  ডেমোক্রেটিক পার্টির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের অস্থিতিশীল পরস্থিতি তৈরির তাদের ভূমিকার সমালোচনা করে বলেন, ৩৫ বছর ধরে কাশ্মীর ৩ হাজার দিনের জন্য বন্ধ ছিল, কিন্তু ২০১৯ সাল থেকে কাশ্মীর আট ঘন্টার জন্যও বন্ধ করা হয়নি। প্রধানমন্ত্রী মোদী জম্মু ও কাশ্মীরের অগ্রগতিতে তাঁর সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, জনগণকে আশ্বস্ত করেছেন যে বিজেপি এই প্রতিশ্রুতি পূরণ করবে। তিনি জনসাধারণকে ২৫ সেপ্টেম্বর নির্ধারিত নির্বাচনের দ্বিতীয় দফায় আগের রেকর্ড ভেঙে দেওয়ার আহ্বান জানান। আগামী 8 অক্টোবর জম্মু-কাশ্মীরের ভোট গণনা।  

'এটা পরিকল্পিত!' এবার বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

jammu and kashmir modi
Advertisment