Advertisment

Mamata Banerjee: 'এটা পরিকল্পিত!' এবার বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। DVC-র ব্যারেজগুলি ড্রেজিং না করার দায় তিনি চাপিয়েছেন কেন্দ্রের ঘাড়েই।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee alleged that DVC water is flooding in West Bengal,মমতা ব্যানার্জি, বন্যা পরিস্থিতি,ডিভিসি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

Mamata Banerjee: আবারও কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রকে ফের একবার তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "DVC-র জল ধারণ ক্ষমতা ৩৬ পার্সেন্ট এসেছে। বারবার অন্য রাজ্যের ছাড়া জলে বাংলা ডুবছে। বাংলায় জল ছেড়ে ঝাড়খণ্ডকে রক্ষা করছে।" মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার।

Advertisment

পাঁশকুড়ায় প্লাবন পরিস্থিতি দেখতে গিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার:

"ঝাড়খণ্ড জল ছেড়েছে। মনে হচ্ছে চার লাখ কিউসেক ছাড়িয়ে গেছে। এর আগে যা কোনওদিন হয়নি। DVC-র জল ধারণ ক্ষমতা ৩৬ পার্সেন্টে এসেছে। বারবার অন্য রাজ্যের ছাড়া জলে বাংলা ডুবছে। বাংলায় জল ছেড়ে ঝাড়খণ্ডকে রক্ষা করছে। যা ঘুরে দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। DVC-র সঙ্গে কোনও সম্পর্ক রাখব কিনা সন্দেহ আছে। পরিকল্পিত বন্যা এটা। এটা বৃষ্টির জলে বন্যা নয়। এটা ম্যানমেড ফ্লাড। ঝাড়খণ্ড, বিহার থেকে ছাড়া জলে দক্ষিণবঙ্গ প্লাবিত। কখনও ভুটান থেকে ছাড়া জলে উত্তরবঙ্গ প্লাবিত হচ্ছে। রাজ্যকে বিপদে ফেলতে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে।" 

মুখ্যমন্ত্রীর কথায়, "ডেবরায় ১০টা গ্রাম ডুবেছে। খড়গপুর গ্রামীণ এলাকাতেও বেশ কিছু গ্রাম ডুবে গেছে। পাঁশকুড়াও প্লাবিত। কেউ ত্রাণ পাননি বললে DM-কে দায়িত্ব নিতে হবে। বারবার অনুরোধে ছাড়া জলে বাংলা প্লাবিত। DVC-র ব্যারেজগুলোয় ড্রেজিং করছে না কেন্দ্র। কেন্দ্রই দায়ী এই পরিস্থিতির জন্য। এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব।"

আরও পড়ুন- Vande Bharat: নামমাত্র ভাড়াতেই 'জমাটি খানা', 'স্বপ্নের সফর' বন্দে ভারতে! হাওড়া থেকেই ছুটছে দুই ট্রেন

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! না জানলে পস্তাবেন

আরও পড়ুন- Doctor's Protest: 'ঘুঘুর বাসা', রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভাঙার দাবিতে সোচ্চার চিকিৎসকদের সংগঠনগুলি

আরও পড়ুন- Fire: বাংলার অত্যন্ত জনপ্রিয় সি-বিচের ধারে কটেজে বিধ্বংসী আগুন-বিস্ফোরণ! সমুদ্র পাড়ে হুলস্থূল!

সামনেই দুর্গাপুজো। তার আগে বাংলার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু জায়গায় রাস্তার উপর দিয়ে জল বইছে। সবেমাত্র দিন কয়েক হল বৃষ্টির দাপট কমেছে দক্ষিণবঙ্গে। তবে এবার ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সবধরণের পরিস্থিতির জন্যই প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

DVC Flood Like Situation Bengal Floods Bengal Flood CM Mamata banerjee
Advertisment