/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/amit-shah-news-1-759.jpg)
সংসদে অমিত শাহ।ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
নাগরিকত্ব সংশোধনী বিল পেশ ঘিরে সোমবার দিনভর উত্তপ্ত রইল লোকসভার অধিবেশন। বিরোধীদের তুমুল হই হট্টগোলের মধ্যেই এদিন লোকসভায় ক্যাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের পক্ষে ভোট দিয়েছেন ২৯৩ জন সাংসদ। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৮২ জন সাংসদ। নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেছে বিজেপি শরিক এআইএডিএমকে, জেডিইউ, অকালি দলরা। অন্যদিকে, বিলের বিরোধিতা জানিয়ে এদিন আওয়াজ তুলেছেন কংগ্রেস, তৃণমূল সাংসদরা। বাংলার অধীর চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়রা এদিন বিলের বিরোধিতায় সরব হয়েছেন।
একনজরে জেনে নিন, কোন দল বিলকে সমর্থন জানাল?
* বিজেপি
* এআইএডিএমকে
* অকালি দল
* জেডিইউ
* শিব সেনা
আরও পড়ুন: ক্যাব তরজা: স্বামীজি ঠিক না শাহ? প্রশ্ন অভিষেকের
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/list-inside-1.jpg)
একনজরে জেনে নিন, কোন দল বিলের বিরধিতা করল?
* কংগ্রেস
* তৃণমূল
* এআইএমআইএম
* সপা
* এআইইউডিএফ
* সিপিআইএম
* আইইউএমএল
* ডিএমকে
* আরজেডি
* বসপা
* আপ
* এনসিপি
আরও পড়ুন: বাংলা ফেট্টিবাজদের জায়গা নয়, কোনও এনআরসি হবে না: মমতা
এদিন বিল পেশ করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিলটি সংখ্যালঘুদের বিপক্ষে নয়। উত্তর-পূর্বের রাজ্যগুলির কোনও চিন্তার কারণ নেই বলেও মন্তব্য করেন শাহ। অন্যদিকে, এই বিলকে বিজেপির ‘বিভাজনের রাজনীতির’ কৌশল বলে তোপ দেগেছে বিরোধিরা।
উল্লেখ্য, আগামী ১১ই ডিসেম্বর সরকারপক্ষ এই বিল রাজ্যসভায় পেশ করতে পারে। ১৩-ই ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। চলতি অধিবেশনেই সংসদে ক্যাব পাস করাতে মরিয়া শাসক শিবির।
Read the full story in English