Sanjay Raut On Modi-CJI Meet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাসভবনে আয়োজিত গনেশ পুজোর অনুষ্ঠানে যোগ দেন। এই ছবি সমাজ মাধ্যমে সামনে আসতেই তা নিয়ে নিশানা করেছেন বিরোধীরা। সিজিআইয়ের বাসভবনে বিশেষ অনুষ্ঠানে মোদীর যোগ দেওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত বলেছেন, 'সংবিধানের রক্ষকরা যদি রাজনৈতিক নেতাদের সাথে এভাবে দেখা করেন, তাহলে মানুষের মনে সন্দেহ তৈরি হওয়াটা খুব স্বাভাবিক'।
স্কুলে ভয়াবহ বিমান হামলা ইজরায়েলের, রাষ্ট্রসংঘের ৬ কর্মী সহ নিহত ৩৪
সঞ্জয় রাউত বলেন, "গণপতি উৎসব চলছে, এমন পরিস্থিতিতে মানুষ একে অপরের বাড়িতে যান। দিল্লিতেও অনেক জায়গায় গণেশ উত্সব হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এখন পর্যন্ত কতজনের বাড়িতে গিয়েছেন, তা আমি জানি না। কিন্তু প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে একসঙ্গে আরতি করলেন। সংবিধানের রক্ষক যদি এভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেন, তাহলে মানুষের মনে সন্দেহ জাগাটা স্বাভাবিক।
বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ
আর কী বললেন সঞ্জয় রাউত?
শিবসেনা সাংসদ বলেছেন, "আমাদের মহারাষ্ট্র মামলার শুনানি হচ্ছে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে, তাই আমরা বিচার পাব কি না তা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়েছে? কারণ কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মামলায় অপর পক্ষ। সঞ্জয় রাউত বলেন, "তিন বছর ধরে তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে। একটি অবৈধ সরকার চলছে। এনসিপি এবং শিবসেনার মতো দলগুলিকে যেভাবে ভেঙে দেওয়া হয়েছে তা সঠিক নত। আমরা ন্যায়বিচার পাচ্ছি না। এমন পরিস্থিতিতে চন্দ্রচূড়ের বাসভবনে মোদীর আগমন আমাদের মনে এই প্রশ্ন তৈরি করেছে যে আদৌ আমরা বিচার পাবো তো?"।
#WATCH | On PM Modi visiting CJI DY Chandrachud's residence for Ganpati Poojan, Shiv Sena (UBT) leader Sanjay Raut says, " Ganpathi festival is going on, people visit each other's houses. I don't have info regarding how many houses PM visited so far...but PM went to CJI's house… pic.twitter.com/AVp26wl7Yz
— ANI (@ANI) September 12, 2024
রাউত আরও বলেন, " আমি মনে করি যে এই ধরনের মামলায় যদি কোনও পক্ষ এবং বিচারকের মধ্যে সম্পর্ক থাকে, তাহলে বিচারক সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে আমি মনে করি চন্দ্রচূড় সাহেবের এই মামলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা উচিত"।