Advertisment

CM N Biren Singh Apologize: বছরভর হিংসা, বর্ষশেষে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, শান্তির পক্ষে জোরালো বার্তা

CM N Biren Singh Apologize: মুখ্যমন্ত্রী বলেছেন, '৩রা মে ২০২৩ থেকে আজ অবধি রাজ্যে চলমান হিংসার ঘটনায় আমি জনগণের কাছে ক্ষমাপ্রার্থী'।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
CM N Biren Singh Apologize

বছরভর হিংসা, বর্ষশেষে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী, শান্তির পক্ষে জোরালো বার্তা Photograph: (ফাইল ছবি)

CM N Biren Singh Apologize: 'পুরো বছরটাই ছিল দুর্ভাগ্যে ভরা'! মণিপুরে বছরভর হিংসার জন্য জনসাধারণের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। পাশাপাশি তিনি বলেন, 'আমি আশা করি যে নতুন বছরে রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে এবং সেই সঙ্গে রাজ্যে শান্তি  ফিরে আসবে।'

Advertisment

মণিপুরে চলমান হিংসার ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। তিনি ২০২৪ সালকে  'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, '৩রা মে ২০২৩ থেকে আজ অবধি রাজ্যে চলমান হিংসার ঘটনায় আমি  জনগণের কাছে ক্ষমাপ্রার্থী'। সিং আরও বলেন, '২০২৪ গোটা বছরটাই  ছিল দুর্ভাগ্যজনক। রাজ্যে হিংসার ঘটনায় আমি দুঃখিত এবং গত ৩ মে থেকে আজ পর্যন্ত যে হিংসার ঘটেছে তার জন্য আমি  জনগণের কাছে ক্ষমা চাইতে চাই'।

Advertisment

মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'অনেক মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। অনেকে তাদের বাড়ি ছেড়েছেন। আমি আশা করি ২০২৫ সালে রাজ্যে হিংসা পরিস্থিতি স্বাভাবিক হবে। রাজ্যে শান্তি ফিরে আসবে। আমি রাজ্যের সমস্ত সম্প্রদায়ের কাছে আবেদন জানাতে চাই যে যাই ঘটুক না কেন, আমাদের সবাইকে অতীতের ভুলগুলি ভুলে যেতে হবে এবং একটি শান্তিপূর্ণ মণিপুরের জন্য একসঙ্গে নতুন জীবন শুরু করতে হবে'।

মণিপুর হিংসার এখনও পর্যন্ত কত মানুষ মারা গিয়েছেন তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

সিএম এন বীরেন সিং জানিয়েছেন, "এখন পর্যন্ত হিংসার ঘটনায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে।  ১২,২৪৭টি এফআইআর এবং ৬২৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫৬০০টি আগ্নেয়াস্ত্র সহ বিপূল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। কেন্দ্রের মোদী সরকারের প্রশংসা করে সিং বলেন,বাস্তুচ্যুতদের   নতুন ঘর নির্মাণের জন্য পর্যাপ্ত তহবিল প্রদান করেছে কেন্দ্র পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তাকর্মী, অসহায় মানুষদের সাহায্যে তহবিল পাঠিয়েছে কেন্দ্রের মোদী সরকার"। 

Manipur Manipur Violence
Advertisment