adr report says mamata banerjee is poorest cm in india and chandrababu naidu is richeest: দেশের সবচেয়ে 'ধনী' মুখ্যমন্ত্রী কে জানেন? কেই বা দেশের সবচেয়ে 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী? সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বা ADR এ ব্যাপারে একটি তথ্য প্রকাশ করেছে। সেই তথ্য তুলে ধরেছে সংবাদ সংস্থা পিটিআই। তাতেই জানা গিয়েছে কে হলেন এই মুহূর্তে দেশের সবচেয়ে 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রী এবং কে সবচেয়ে 'ধনী'!
এডিআর-এর প্রকাশিত তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই মুহূর্তে দেশের সবচেয়ে 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ টাকা। অন্যদিকে সাম্প্রতিক সময়ের দেশের সবচেয়ে 'ধনী' মুখ্যমন্ত্রীর নাম অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu)। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা, এমনই তথ্য তুলে ধরেছে এডিআর।
এডিআর-এর রিপোর্টে দাবি করা হয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা। ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে ভারতের মাথাপিছু মোট জাতীয় আয় ২০২৩-২৪ অর্থবর্ষে ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। এখানে একজন মুখ্যমন্ত্রীর গড় আয় হয়েছে ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। অর্থাৎ দেশের নাগরিকদের মাথাপিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। তথ্য আরও বলছে দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি টাকা।
আরও পড়ুন- West Bengal News Live: আওয়ামি লিগ কি নির্বাচন লড়তে পারবে? কী জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন?
এডিআর-এর তথ্য অনুযায়ী দেশের দ্বিতীয় 'বড়লোক' মুখ্যমন্ত্রীর নাম অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু (Prema Khandu)। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকা। দেশের 'ধনীতম' মুখ্যমন্ত্রীদের তালিকায় তিন নম্বরে নাম রয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১ কোটি টাকা দেখানো হয়েছে। 'ধনীতম' মুখ্যমন্ত্রীদের তালিকায় চার নম্বরে নাম রয়েছে নেফিও রিও-র। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রিও-র সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৪৬ কোটি টাকা। তালিকায় তারপরেই নাম রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। বিজেপি-শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৪২ কোটি টাকা। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্যমন্ত্রী রঙ্গস্বামীর সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকার ৭ নম্বরে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা।
একইভাবে এডিআর-এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা। দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় নম্বরে নাম জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহের। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা। 'গরিব' মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় নম্বরে নাম কেরলের পিনারাই বিজয়ের। তাঁর সম্পত্তির পরিমাণ ১.১৮ কোটি টাকা। দেশের 'দরিদ্রতম' ১০ মুখ্যমন্ত্রীর তালিকায় চার নম্বরে নাম দিল্লির অতিশী মার্লেনার। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৪১ কোটি টাকা।
আরও পড়ুন- Bangladesh News: চাপের মুখে মামলা প্রত্যাহার ইউনূস সরকারের, বাংলাদেশ থেকে ফিরছেন ৯৫ ভারতীয় মৎস্যজীবী
দেশের 'গরিব' মুখ্যমন্ত্রীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৪৬ কোটি টাকা। তালিকায় এরপরেই রয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৪৭ কোটি টাকা। দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীদের তালিকায় ৭ নম্বরে রাম হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৫৪ কোটি টাকা। তালিকায় ঠিক তারপরেই নাম বিহারের নীতিশ কুমারের। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৬৪ কোটি টাকা। 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীদের তালিকায় নবম নম্বরে নাম পাঞ্জাবের ভাগবত মানের। তাঁর সম্পত্তির পরিমাণ ১.৯৭ কোটি টাকা। দেশের 'দরিদ্রতম' মুখ্যমন্ত্রীদের তালিকায় ১০ নম্বরে নাম ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির। তাঁর সম্পত্তির পরিমাণও ১.৯৭ কোটি টাকা।