Advertisment

Modi On Indian Economy: বিশ্বজুড়ে জোরালো সংকট, অনিশ্চয়তার মধ্যেও কীভাবে চাঙ্গা দেশের অর্থনীতি? জানালেন মোদী

Modi On Indian Economy: "সরকার ২৫ কোটি মানুষ দারিদ্র্যের প্রকোপ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত", এভাবেই ভারতীয় অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
modi on indian economy

বিশ্বকে চমকে দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের অর্থনীতি, জানালেন মোদী।

Modi On Indian Economy: "বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারতীয় অর্থনীতি বর্তমানে শক্তিশালী পরিকাঠামোর সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী থেকেছে। শুধু তাই নয়, এই সময় দেশের আত্মবিশ্বাসও তুঙ্গে। আমাদের সরকার ২৫ কোটি মানুষ দারিদ্র্যের প্রকোপ থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত", এভাবেই ভারতীয় অর্থনীতির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কৌটিল্য ইকোনমিক কনক্লেভে ভাষণ দিতে গিয়ে বলেন, 'অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে আমরা শুধু ব্যবসার সহজ পরিবেশ তৈরি করিনি, প্রায় ২৫ কোটি মানুষকে দারিদ্র্যের কবল থেকে বের করে এনেছি'।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

Advertisment

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা! সেনা জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি

কৌটিল্য ইকোনমিক কনক্লেভে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, 'শীঘ্রই ভারতে ৫টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হতে চলেছে। ভারতে সেমিকন্ডাক্টর চিপ তৈরি হবে এবং তা আমরা সারা বিশ্বে সরবরাহ করব। এই মেড ইন ইন্ডিয়া চিপগুলি ভারত সহ সমগ্র বিশ্বকে উপকৃত করবে। প্রধানমন্ত্রী মোদী এদিন আরও বলেছেন আমাদের সরকার  সমস্ত ধরণের নীতি সংস্কারের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থে কোম্পানি আইন তৈরি করেছে'।

তৃতীয় মেয়াদে সরকার গঠনে আশাবাদী বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যার রাজনীতির অভিযোগ সাইনির

পাশাপাশি তিনি বলেন, 'ভারতের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলেছে। এরই ফল হলো, গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। আমরা সংস্কারের পথে এগিয়ে যাব। মোদী বলেন, আমাদের সরকার সংস্কার, সম্পাদন ও রূপান্তরের নীতি অব্যাহত রাখবে। আমরা দেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবো। ভারত আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ভারত সম্প্রতি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার চেষ্টা করছি'।

modi
Advertisment