Junior Doctors Protest: অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে কর্মবিরতি তুলল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আগামী ২৪ ঘণ্টায় দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। আগামীকাল সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত অনশনে বসছেন জুনিয়র ডাক্তাররা। সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে তা দেখে আমরণ অনশনের পথে হাঁটবেন কিনা তা ঠিক করবেন জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার। আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে পুলিশের বচসা। অবরুদ্ধ ধর্মতলার একাংশ। বন্ধ যান চলাচল। পুলিশের একাংশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জুনিয়র ডাক্তারদের। এর প্রতিবাদে মেট্রো চ্যানেলে বিক্ষোভে বসেন জুনিয়র ডাক্তাররা।
টিউশন থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন! জয়নগরে ধুন্ধুমার!
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ওয়াই চ্যানেলে বসতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। টানা হ্যাঁচড়া করা হয়, এমনকি লাথি মারা হয় বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগে উত্তাল ধর্মতলা চত্বর।
ঘটনার প্রতিবাদে ধর্মতলা চত্বরে বসে পড়েন জুনিয়র ডাক্তাররা। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। যে ম্যাটাডোর করে জুনিয়র ডাক্তাররা ধর্মতলা আসেন সেই গাড়ির চালকের হুমকি দেওয়া বলেও অভিযোগ। এরপরই পুলিশকে লক্ষ্য করে স্লোগান দেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
বাংলাদেশে পুজো রুখতে হিন্দুদের হুমকি, প্রতিমা ভাঙচুর
এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিলের ওয়াই চ্যানেলে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা ছিল তাঁদের। এর মাঝেই পুলিশের সঙ্গে তুমুল বচসা। এসবের মাঝেই রাজ্য সরকারকে ডেডলাইন দিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল জুনিয়র ডাক্তাররা। এখন সরকারকে দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও দাবিপূরণ না হলে আন্দোলনের ভবিষ্যত কোন পথে এগোয় সেদিকেই নজর সকলের।