Advertisment

Delhi Assembly Election 2025: সকাল-সকাল ভোটের লাইনে দিল্লি, 'আগে ভোট, তারপর বিশ্রাম', বার্তা প্রধানমন্ত্রী মোদীর

Delhi Election: দিল্লির ৭০ আসনে আজ বিধানসভা নির্বাচন। রাজধানীর ১৩ হাজার পোলিং বুথে নির্বাচন শুরু নির্ধারিত সময়ে। ফের একবার দিল্লির মসনদর দখলে রাখতে মরিয়া আপ। আম আদমি পার্টিকে জোর ধাক্কা দিতে মুখিয়ে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi Assembly Election 2025, Delhi Assembly Election 2025,Delhi Assembly Election 2025,দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫

Delhi Assembly Election 2025: দিল্লির ৭০ কেন্দ্রে আজ বিধানসভা নির্বাচন।

Delhi Assembly Election 2025: আজ দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। বুধবার নির্ধারিত সময় সকাল ৭ টায় শুরু হয়ে গিয়েছে দিল্লির বিধানসভা ভোট। আগামী ৫ বছর কার দখলে থাকবে দিল্লি? তা আজই ঠিক করে ফেলবেন রাজধানীর বাসিন্দারা। দিল্লিতে বিধানসভা নির্বাচন শুরুর আগেই দিল্লিবাসীর প্রতি আহ্বান জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

দিল্লির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, "আজ দিল্লি বিধানসভা নির্বাচনে সবকটি আসনেই ভোট হবে। আমি এখানকার ভোটারদের প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ উৎসাহে অংশগ্রহণ করে তাদের মূল্যবান ভোট দিন। যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সেই সব তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখতে হবে- আগে ভোট, তারপর বিশ্রাম!"

উল্লেখ্য, দিল্লির ৭০ বিধানসভায় আজ নির্বাচন। সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে দিল্লি ১৩ হাজার পোলিং বুথে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দিল্লিতে ভোট পর্ব চলবে। ১.৫৬ কোটি মানুষ আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের দিল্লি নির্বাচনে মোট ৭০ আসনের মধ্যে ৬৮ টি আসনে লড়ছেন BJP প্রার্থীরা। অন্যদিকে গেরুয়া দলের জোটসঙ্গী JDU ও এলজেপি দুটি করে আসনে লড়ছে। দিল্লি বিধানসভায় ৭০ আসনে লড়ছেন আম আদমি পার্টির (AAP) প্রার্থীরা। সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেসও। দিল্লির বিধানসভা ভোটে সব আসনে প্রার্থী দিয়েছে মায়াবতীর BSP। ১২টি আসনে লড়াই করছে অল ইন্ডিয়া দিল্লি মুসলিম লিগ। বামেদের লড়াই দিল্লির ১০টি আসনে।

আরও পড়ুন- West Bengal News Live: আজ শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, 'বাৎসরিক উৎসব' বলে কটাক্ষ শুভেন্দুর

Advertisment

নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে আপের প্রার্থী হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। অন্যদিকে জঙ্গপুরা থেকে আপের টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। নয়াদিল্লি আসনে বিজেপির হয়ে লড়ছেন পরবেশ বর্মা। বুধবার সকালে দিল্লিতে ভোট দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভোটদানের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি বরাবরই সকাল-সকাল ভোট দিই। আমি দিল্লির ভোটার। এবার দিল্লি বদলের পক্ষেই মত দেবে বলে মনে হয়।"

আরও পড়ুন- Rachana Banerjee: মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনীর বেশে রচনা, পুণ্যস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা

bjp AAP modi Delhi Assembly Election 2025 Delhi Assembly Election
Advertisment