Advertisment

West Bengal News Highlights: ফেব্রুয়ারিতেই আরজি করের নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন, পথে নেমে বিচারের দাবিতে আলো জ্বালানোর আর্জি পরিবারের

West Bengal News Updates Today 5 Feb, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
rg kar case, rg kar case latest news, rg kar case verdict, kolkata rg kar case, kolkata rg kar case news,আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়,সঞ্জয় রায়

RG Kar Doctor Murder Case: ফেব্রুয়ারিতেই আরজি করের নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন, পথে নেমে বিচারের দাবিতে আলো জ্বালানোর আর্জি পরিবারের

Latest West Bengal News Updates: ৯ ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। ওইদিন পথে নেমে বিচারের দাবিতে 'আলো জ্বালানোর' আর্জি পরিবারের। পাশাপাশি মেয়ের স্মৃতিকে সকলকে কর্মস্থানে বা বাড়িতে গাছ লাগানোর অনুরোধ নির্যাতিতার মায়ের। একই সঙ্গে বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে নির্যাতিতার পরিবারের তরফে।

Advertisment

কলকাতায় অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট। 'বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্বল', বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে রেকর্ড লগ্নির আশ্বাস রিলায়েন্স গোষ্যীর কর্ণধার মুকেশ আম্বানির। তিনি এদিন বলেন, "বাংলা মানেই বাণিজ্য। বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্বল। বাংলায় রিলায়েন্সের ৫০ হাজার কোটি টাকারও বেশি লগ্নি রয়েছে। এই দশকের শেষে এই লগ্নি দ্বিগুণ হবে।"

এবার দলের লাইনের উল্টো পথে হাঁটলেন তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছেন, "শুধু গোমাংসই নয়, দেশে সব ধরনের আমিষ পদ নিষিদ্ধ করে দেওয়া উচিত। সরকার বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করেছে, এটা ঠিক কাজ হয়েছে। তবে এখনও বহু জায়গা রয়েছে যেসব জায়গায় গোমাংস বিক্রি করা কিংবা খাবার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। উত্তর-পূর্বে গোমাংস খেলে ইয়াম্মি, আমাদের উত্তর ভারতে খেলে মাম্মি। এটা চলতে পারে না। বন্ধ করলে সব জায়গায় করতে হবে।"

অন্যদিকে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন-কাণ্ডে (Saline Controversy) এবার সেখানকার অ্যানেস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ CID-র। গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পরপরই একে একে অসুস্থ হয়ে পড়েছিলেন ৫ প্রসূতি। পরে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই ঘটনায় হাসপাতালে থাকা স্যালাইনের মান নিয়ে প্রশ্ন ওঠে। আরও অভিযোগ যে সেদিন সিনিয়র চিকিৎসকদের OT-তে থাকার কথা থাকলেও তাঁরা ছিলেন না। সেই চিকিৎসকদের মধ্যে নাম রয়েছে পল্লবী বন্দ্যোপাধ্যায়েরও।

  • Feb 05, 2025 15:38 IST

    West Bengal News Live: বিপুল লগ্নির আশ্বাস মুকেশ আম্বানির

    কলকাতায় অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট। 'বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্বল', বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে রেকর্ড লগ্নির আশ্বাস রিলায়েন্স গোষ্যীর কর্ণধার মুকেশ আম্বানির। তিনি এদিন বলেন, "বাংলা মানেই বাণিজ্য। বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্বল। বাংলায় রিলায়েন্সের ৫০ হাজার কোটি টাকারও বেশি লগ্নি রয়েছে। এই দশকের শেষে এই লগ্নি দ্বিগুণ হবে।"



  • Feb 05, 2025 15:26 IST

    West Bengal News Live: পণের দাবিতে স্ত্রীকে 'খুন'

    বিয়েতে পন হিসেবে বুলেট মোটরবাইক না পেয়ে এবার স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় কাঠগড়ায় মেয়েটির শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও। উত্তর ২৪ পরগনা স্বরূপনগরের এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


    বিস্তারিত পড়ুন- North 24 Parganas News: বিয়ের পণে বুলেট বাইক আসেনি, স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে



  • Advertisment
  • Feb 05, 2025 14:32 IST

    West Bengal News Live:ফের হেলে পড়ল ফ্ল্যাটবাড়ি

    ফের হেলে পড়ল ফ্ল্যাটবাড়ি। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্লেস এলাকার ঘটনা। বহুতলটি আচমকা হেলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। চারতলা ওই ফ্ল্যাটবাড়িতে মোট ১২টি ফ্ল্যাট আছে। বাকি ১০টি ফ্ল্যাটে পরিবার আছে। আজ সকালেই বিষয়টি নজরে আসে। বহুতলটি নির্মাণের ক্ষেত্রে কিছু ত্রুটি আছে বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালে এই ফ্ল্যাটবাড়ি তৈরি হয়েছিল। ইতিমধ্যেই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার পারিষদ সদস্য নজরুল আলি মণ্ডল।



  • Feb 05, 2025 14:14 IST

    West Bengal News Live:শহরে আম্বানি, ভুটানের প্রধানমন্ত্রী

    নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫। আজ এবং কাল এই দু'দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের লক্ষ্য বিপুল অঙ্কের লগ্নি প্রস্তাব টানা। বাণিজ্য সম্মেলন শুরুর আগেই শহরে পৌঁছে যান রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। এছাড়াও দেশ-বিদেশের তাবড় শিল্পপতিরা হাজির এই শিল্প সম্মেলনে। ভুটানের প্রধানমন্ত্রীও এসেছেন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে।



  • Feb 05, 2025 13:46 IST

    West Bengal News Live:শিয়ালদহ শাখায় ট্রেন বিভ্রাট

    শিয়ালদহ শাখায় ট্রেন বিভ্রাট। বুধবার দুপুরে আচমকা কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হওয়ার জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। দমদম থেকে শিয়ালদহ লাইনে বুধবার দুপুরে পরপর দাঁড়িয়ে যায় লোকাল ট্রেন। কোনও ট্রেন শিয়ালদা ঢুকতে পারছিল না। বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকেন যাত্রীরা। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল।



  • Feb 05, 2025 13:18 IST

    West Bengal News Live:প্রেমিককে বিয়ের দাবিতে ধর্না গৃহবধূর

    স্বামীর সঙ্গে সংসার করেছেন ৬ বছর। তাঁর বছর দুয়েকের একটি মেয়ে রয়েছে। এরপরেও স্বামী-মেয়ের সহ্গে থাকতে চান না গৃহবধূ। প্রেমিককেই তিনি বিয়ে করবেন, একপ্রকারণ পণ করে এবার প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসেছেন ওই গৃহবধূ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সুটিয়ার মধ্য বারাসাতে। ছেলেটির পরিবারের তরফে তাঁর মা জানিয়েছেন, তাঁরা এমন সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না। তবে ছেলে ওই মেয়েটিকে নিয়ে আলাদা থাকতে চাইলে তাঁদের আপত্তি নেই।  

    বিস্তারিত পড়ুন- Gaighata News: স্বামীর গাড়িচালকের সঙ্গে চুটিয়ে প্রেম, একরত্তি মেয়ে ছেড়ে প্রেমিককে বিয়ের দাবিতে ধর্না গৃহবধূর



  • Feb 05, 2025 12:52 IST

    West Bengal News Live:ফের পথে নামার ডাক আরজি করের নির্যাতিতার পরিবারের

    ফের চর্চায় আরজি কর মামলা (RG Kar Case)। আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারকে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুপ্রিম কোর্টে শুনানির পরেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এদিন মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারকে এমনই জানিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে এই শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে উচ্চ আদালত। অন্যদিকে, আগামী ৯ ফেব্রুয়ারি আরজি করের নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। ওই দিন ফের ন্যায়বিচারের দাবিতে পথে নামার ডাক দিয়েছেন নির্যাতিতার মা-বাবা।

    বিস্তারিত পড়ুন-RG Kar: ৯ ফেব্রুয়ারি ফের পথে নামার ডাক আরজি করের নির্যাতিতার পরিবারের, রাজ্যের তৎপরতায় প্রশ্ন হাইকোর্টের



  • Feb 05, 2025 11:15 IST

    West Bengal News Live:আমিষ পদ নিষিদ্ধ করার দাবি শত্রুঘ্নের

    এবার দলের লাইনের উল্টো পথে হাঁটলেন তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেছেন, "শুধু গোমাংসই নয়, দেশে সব ধরনের আমিষ পদ নিষিদ্ধ করে দেওয়া উচিত। সরকার বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করেছে, এটা ঠিক কাজ হয়েছে। তবে এখনও বহু জায়গা রয়েছে যেসব জায়গায় গোমাংস বিক্রি করা কিংবা খাবার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। উত্তর-পূর্বে গোমাংস খেলে ইয়াম্মি, আমাদের উত্তর ভারতে খেলে মাম্মি। এটা চলতে পারে না। বন্ধ করলে সব জায়গায় করতে হবে।"



  • Feb 05, 2025 10:31 IST

    West Bengal News Live:বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার

    এবার কলকাতা সিটি সিভিল কোর্ট চত্বরে এক বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে বিচারকের ওই দেহরক্ষীর মৃতদেহ আদালত চত্বরেই পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই ব্যক্তির মাথায় গুলি লেগেছে। ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন, নাকি এটা খুন, তদন্ত করে দেখছে পুলিশ।



  • Feb 05, 2025 09:13 IST

    West Bengal News Live: পারদ চড়ছে বঙ্গে

    সরস্বতী পুজো মিটেছে। তারপর থেকে শীতের আমেজ যেন আরও বেশি ফিকে হয়ে গেছে। মাঝে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য নামলেও শীতের পরশ এখন যেন আরও বেশি হালকা। সকাল ও সন্ধেয় ঠান্ডার অনুভূতি থাকলেও দিনভর তার লেশমাত্র নেই। একেবারে বিদায়বেলায় এসে উপস্থিত শীত। তবে এরই মধ্যে তাপমাত্রা আরও একবার নামতে পারে। তবে এ মরশুমের মতো শীতের পাকাপাকি বিদায়ের বেশি দেরি নেই।

    বিস্তারিত পড়ুন-  Kolkata Weather Today:সরস্বতী পুজো মিটতেই পারদ চড়ছে বঙ্গে, গুমোট গরম দিন কয়েকেই? জানুন টাটকা আপডেট



  • Feb 05, 2025 09:12 IST

    West Bengal News Live: সাংঘাতিক অভিযোগ শুভেন্দুর

    বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS) নিয়ে ফের রাজ্যকে নিশানা বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, "একটা বাৎসরিক উৎসব হয়, একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য। প্রায় ৫০ কোটি টাকা সরকার খরচ করে একটা কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ লোক আছেন, তাঁকে টেন্ডার না করেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়। ৫০ কোটি টাকা বরাদ্দ হয়। এখনও পর্যন্ত যে ক'টা BGBS হয়েছে, তাতে ১৪-১৫ লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে। ১৪-১৫ টাকাও লগ্নি হয়েছে কোথাও? উল্টোদিকে ২০২১ সালের পর একাধিক সংস্থা, জুটমিল, কারখানা বন্ধ হয়েছে।"



Bengali News Today news in west bengal news of west bengal BGBS 2025 BGBS
Advertisment