rachana banerjee shares her experience in mahakumbha 2025: সংসদের অধিবেশনের ফাঁকেই এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে পৌঁছে গিয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন দিদি নম্বর ওয়ান (Didi No 1)। পরণে গেরুয়া বসনে আর মাথায় গেরুয়া টিপে রচনা তখন একেবারে সন্ন্যাসীনির বেশে। মহাকুম্ভের পুণ্যস্নানের বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই সঙ্গে একটি সংবাদমাধ্যমে দেওয়া মন্তব্যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসাও শোনা গিয়েছে রচনার মুখে।
রচনার শেয়ার করা সেই সব ছবিতে দেখা যাচ্ছে কখনও নৌকায় বসে মহাকুম্ভের জল তুলে মাথায় নিচ্ছেন রচনা। কখনও জলে নেমে পুণ্যস্নান সারছেন। মহাকুম্ভের বেশ কিছু ছবি ভিডিও পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক স্বপ্ন ছিল প্রয়াগরাজে আসার। স্বপ্ন পূরণের জন্যই এসেছি।"
১৪৪ বছর পর মহাকুম্ভের যোগ তৈরি হয়েছে। এমনিতে প্রতি ৬ বছর অন্তর কুম্ভ মেলা হয়। ১২ বছর পর হয় পূণ্য কুম্ভ। তবে এবার ১৪৪ বছর পর মহা কুম্ভের বিরল যোগের তুলনারোহিত গুরুত্ব রয়েছে সনাতনী সমাজের কাছে। সেই কারণেই ভারতবর্ষ তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পুণ্যার্থী ঢল নামাচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। দেশের তাবড় রাজনীতিবিদ থেকে শুরু করে বাণিজ্যক্ষেত্রের টাইকুন, অভিনয় জগতের নামী-দামী ব্যক্তিত্বের পাশাপাশি ক্রীড়া ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের তাবড় ব্যক্তিত্ব মহাকুম্ভে পুণ্যস্নানে যাচ্ছেন। এবার গেলেন বাংলার দিদি নং ১ রচনা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুন- West Bengal News Live: সরস্বতী পুজো নিয়ে বিতর্ক যোগেশচন্দ্র কলেজে, দেবাশিসকে সরিয়ে দায়িত্বে অরূপ
উত্তর প্রদেশে এই মহাকুম্ভ মেলার আয়োজন নিয়ে নাকি বেশ খুশি হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মহাকুম্ভে বিরাট দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনা ধেয়ে এসেছে যোগী সরকারের দিকে। রচনা বন্দ্যোপাধ্যায়ের মনে করেন, ওটা ছিল নেহাতই দুর্ঘটনা। আনন্দবাজার অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেছেন, "দারুণ অভিজ্ঞতা। ওখানকার ব্যবস্থাপনা তুলনাহীন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। কিন্তু আমি কুর্ণিশ জানাব আয়োজকদের।"
আরও পড়ুন- Madhyamik: মাধ্যমিকে বসা নিয়ে অনিশ্চয়তায় পঞ্চাশের বেশি পরীক্ষার্থী, গাফিলতি কার? ধন্দে অভিভাবকরা