Delhi CM Oath Ceremony: বৃহস্পতিবারই শপথ গ্রহণ! বিরাট চমক বিজেপির, কে হচ্ছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী?

Delhi CM Oath Ceremony: বৃহস্পতিবারই শপথ গ্রহণ! বিরাট চমক বিজেপির, কে হচ্ছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? সামনে এল বিরাট আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
modi on maharastra election

বৃহস্পতিবারই শপথ গ্রহণ! বিরাট চমক বিজেপির, কে হচ্ছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী?

Delhi CM Oath Ceremony: বৃহস্পতিবারই শপথ গ্রহণ অনুষ্ঠান। কে হতে চলেছেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী? সামনে এল বিরাট আপডেট। 

Advertisment

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টিতে চলেছে  আলোচনা প্রক্রিয়া। এমন পরিস্থিতিতে, দলীয় সূত্র জানিয়েছে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টেয় দিল্লি বিজেপির সদর দফতরে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে।

বর্বরতার চরম পর্যায়ে ইউনূস সরকার, প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিন বিক্রিতেও চোখরাঙানি

 তথ্য অনুযায়ী, দিল্লির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সমস্ত এনডিএ নেতা এবং দলের জাতীয় স্তরের পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হবে। সূত্রের খবর, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কেবল জয়ী বিধায়কদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে। কোনও এমপি বা নন-এমএলএ-র মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

Advertisment

৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। বিশাল জয়ের মাধ্যমে, বিজেপি দিল্লিতে আম আদমি পার্টির (আপ) ১০ বছরের শাসনের অবসান হয়। দিল্লির ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৪৮টিতেই জয়লাভ করেছে গেরুয়া শিবির। যেখানে আম আদমি পার্টি ২২টি আসন জিতেছিল।

বেনজির ঘটনা বিধানসভায়! সাসপেন্ড শুভেন্দু অধিকারী-সহ BJP-র চার বিধায়ক

মুখ্যমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হলেন দুইবারের প্রাক্তন সাংসদ প্রবেশ ভার্মা, যিনি নতুন দিল্লি আসন থেকে জয়লাভ করে আপ নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন।

বিজেপির মুখ্যমন্ত্রী পদের সংক্ষিপ্ত তালিকায় আরও যারা রয়েছেন তারা হলেন দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এবং প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ,  দিল্লিতে বিজেপির ব্রাহ্মণ মুখ সতীশ উপাধ্যায়। এমন পরিস্থিতিতে প্রবেশ ভার্মাকে মুখ্যমন্ত্রী পদের প্রধান দাবিদার হিসেবে মনে করছেন বিশেষজ্ঞমহল। 

delhi CM at Delhi