পুরভোট ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। নিয়ম মেনে ভোট না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার শাসকদলের উদ্দেশে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘‘আশা করব, এমন কিছু করবেন না, যাতে কোর্টে যেতে হয়’’। একইসঙ্গে দিলীপ জানান, পুরভোট নিয়ে তাঁরা প্রস্তুত।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে মমতা সরকার। ওই দিন ভোট হলে বিরোধীদের প্রচারের সময় কম থাকবে, তাই এর বিরোধিতা জানিয়ে বৃহস্পতিবার কমিশনের দ্বারস্থ হন মুকুল রায়রা। এরপরই পুরভোট নিয়ে দিলীপের এহেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: প্রচারের সময় কম, পুরভোট পিছনোর আর্জি বিজেপির
দিলীপের এহেন মন্তব্য প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলেন, ‘‘যারা পড়াশোনা করে না, তারা পরীক্ষায় ভয় পায়। আর যারা পড়াশোনা করে, পরীক্ষার সময় নিশ্চিন্তে পরীক্ষা দেয়’’।
আরও পড়ুন: ভোটের বাদ্যি! মার্চেই পুরভোটের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা
বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে মুকুল রায় বলেন, ‘‘আমরা পুরভোটে লড়তে প্রস্তুত। কিন্তু প্রচারের সময় কই? যদি এপ্রিলের ১২ তারিখ ভোট হয় তাহলে প্রচারের জন্য হাতে মাত্র ১০-১২দিন সময় থাকে। প্রচারে বিজেপিকে ঠেকাতে এটা রাজ্য সরকারের চক্রান্ত’’। মার্চের ২৭ তারিখ পর্যন্ত উচ্চমাধ্যমিক চলবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ভোটের জন্য ওই সময় পর্যন্ত প্রচার কাজ করা যাবে না। এই কারণে কমিশনের কাছে ভোট পিছনোরও আর্জি জানিয়ে রেখেছেন পদ্ম শিবিরের নেতারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন