Chhattisgarh ED Raids: মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বিরুদ্ধে এবার দুরন্ত পদক্ষেপ, সকাল থেকেই বিরাট তল্লাশি, অভিযানে ইডি

Chhattisgarh ED Raids: বিরাট অ্যাকশনে ED! মদ কেলেঙ্কারি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলের বিরুদ্ধে পদক্ষেপ। রাজ্যের ১৫টি স্থানে জোর তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের।

author-image
IE Bangla Web Desk
New Update
ED

মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বিরুদ্ধে এবার দুরন্ত পদক্ষেপ, সকাল থেকেই বিরাট তল্লাশি, অভিযানে ইডি

Chhattisgarh ED Raids: বিরাট অ্যাকশনে ED!  মদ কেলেঙ্কারি মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলের বিরুদ্ধে পদক্ষেপ। রাজ্যের ১৫টি স্থানে জোর তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। 

Advertisment

খুশির জয়ে সেলিব্রেশনে মাতোয়ারা শহর! ধেয়ে এল পাথর, অগ্নিসংযোগে ধুন্ধুমার, চূড়ান্ত চাঞ্চল্য

মদ কেলেঙ্কারি ও অর্থ পাচার মামলায় ছত্তিশগড়ের প্রাক্তন  মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। মদ  কেলেঙ্কারির মামলায় চৈতন্যের সঙ্গে জড়িত ১৫টি স্থানে অভিযান চালিয়েছে ইডি। শেষ পাওয়া খবর অনুসারে এখনও অভিযান চলছে।

এর আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় রাজ্য সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী সহ একাধিক জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ইডি সূত্রে খবর, তদন্তে চৈতন্যের বিরুদ্ধে যদি কোনও সুনির্দিষ্ট প্রমাণ মিললে তাকে গ্রেফতার করা হতে পারে।

Advertisment

টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়, রোহিতকে খোঁচা দেওয়ায় কংগ্রেস নেত্রী শামাকে 'ধুইয়ে' দিল বিজেপি

জানুয়ারির শুরুতে, ছত্তিশগড়ে ২০০০ কোটি টাকারও বেশি মদ কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন আবগারি মন্ত্রী এবং কংগ্রেস নেতা কাওয়াসি লক্ষ্মীকে ইডি গ্রেপ্তার করে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ কেলেঙ্কারির তদন্তে এখন পর্যন্ত যা জানতে পেরেছে তাতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ২১৬১ কোটি টাকার মদ কেলেঙ্কারির ঘটনা ঘটে। 

ED