Advertisment

DGP Transfer: বিরোধীদের ফোনে আড়ি পাতা, নির্বাচনের মুখে অপসারিত রাজ্যের ডিজিপি, কঠোর পদক্ষেপ কমিশনের

Maharashtra DGP Rashmi Shukla Transfer: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগেই অপসারিত ডিজিপি রশ্মি শুক্লা। তাঁর বিরুদ্ধে ফোনে আঁড়ি পাতার মতো অভিযোগ এনেছে বিরোধী দল কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)।

author-image
IE Bangla Web Desk
New Update
Rashmi Shukla: নির্বাচনের আগে অপসারিত মহারাষ্ট্রের ডিজিপি রশ্মি শুক্লা

Rashmi Shukla: নির্বাচনের আগে অপসারিত মহারাষ্ট্রের ডিজিপি রশ্মি শুক্লা

Election Commission Orders Transfer of Maharashtra DGP: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার মহারাষ্ট্র পুলিশের ডিজিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বিরোধী দল কংগ্রেস এবং শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নিরপেক্ষতা নিয়ে অভিযোগ পাওয়ার পর রশ্মি শুক্লাকে ডিজিপি পদ থেকে অপসারণ করে কমিশন। ২০ নভেম্বর মহারাষ্ট্রে নির্বাচনের আগেই কমিশনের এই পদক্ষেপ নিয়ে রাজনীতি শুরু হয়েছে।

Advertisment

রশ্মি শুক্লাকে দায়িত্বভার পরবর্তী কোনও বরিষ্ঠ আইপিএস আধিকারিককে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন রাজ্যের মুখ্যসচিবের কাছে মঙ্গলবার বেলা একটার মধ্যে তিনজন আইপিএস আধিকারিকের নাম চেয়ে পাঠিয়েছে। তাঁদের মধ্যে থেকেই একজনকে ডিজিপি পদে স্থলাভিষিক্ত করা হবে।

গত ৩১ অক্টোবর কংগ্রেস কমিশনের কাছে রশ্মি শুক্লাকে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ জানায়, শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদচন্দ্র পাওয়ার গোষ্ঠী)। রশ্মি শুক্লার বিরুদ্ধে বিরোধী দলের নেতা-নেত্রীদের ফোনে আঁড়ি পাতার মতো গুরুতর অভিযোগ উঠেছে। পুনের পুলিশ কমিশনার এবং রাজ্য ইন্টেলিজেন্স বিভাগের কমিশনার থাকাকালীন এই অভিযোগ সামনে আসে।

আরও পড়ুন হাতে সময় মাত্র ১০ দিন, বাবা সিদ্দিকীর মত পরিণতি...! মুখ্যমন্ত্রীকে হুমকি বার্তা, তোলপাড় প্রশাসনের অন্দরমহল

নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রিভিউ বৈঠকের সময় আধিকারিকদের নিরপেক্ষ থাকার বিষয়ে অবগত করে পক্ষপাতিত্বের বিষয়ে সতর্ক করেছিলেন। নির্বাচনের সময়ে যাতে কেউ কোনও পক্ষ না নেন তা নিশ্চিত করতে চায় কমিশন।

আরও পড়ুন 'ওয়ান নেশন-ওয়ান ইলেকশন' নিয়ে বড় বিবৃতি মোদীর! রাষ্ট্রীয় একতা দিবসে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Maharastra Maharashtra DGP election commission Maharashtra Police Maharashtra Government
Advertisment